রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। এতে আক্রান্ত ক্রীড়াদুনিয়া। শোনা যাচ্ছে, পিএসএলই হয়তো বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন পিএসএ খেলতে রয়েছেন পাকিস্তানে। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। জানা গিয়েছে, তাঁদের ফিরিয়ে আনতে তৎপর বাংলাদেশ।
এরই মধ্যে ভারতের ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম। গোটা এলাকা এখন বেশ থমথমে। ফলে শেষ মুহূর্তে ম্যাচ রাওয়ালপিণ্ডি স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। পিসিবি থেকে বিবৃতি দিয়ে এও জানানো হয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলি হবে করাচি স্টেডিয়ামে। যদিও এর কোনও নিশ্চয়তা নেই। অনেকেই মনে করছে, যুদ্ধ আবহে হয়তো বন্ধ হয়ে যেতে পারে পিএসএল। সেই কারণেই দুই ক্রিকেটারকে দেশে ফেরানোর ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি ইতিমধ্যেই জানিয়েছে, তারা রিশাদ হোসেন এবং নাহিদ রানার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। তাছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ রয়েছে। যাতে পাকিস্তান থেকে তাঁরা নিরাপদে দেশে ফিরতে পারেন, সেই ব্যাপারে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ক্রিকেটারদের দেশে ফেরাতে দুবাই পর্যন্ত একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে বিসিবি। এরপর সাধারণ বিমানে তাঁরা বাংলাদেশ ফিরবেন বলে খবর।
ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর অপারেশন সিঁদুরের সরাসরি প্রভাব আইপিএলে পড়েছে। ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর দেশের সীমান্তবর্তী এলাকার ১৮টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একাধিক দলের ‘ট্র্যাভেল প্ল্যানে’ পরিবর্তন আসছে। বিমানযাত্রার আরামদায়ক সফর ছেড়ে সড়কপথে যাত্রা করতে হবে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে। যদিও এরই মধ্যে যুদ্ধ আবহে পিএসএল নিয়ে বেশ 'চাপে' বাংলাদেশ।
