সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দলে সুযোগ পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মাধ্যমে বহুদিন পর জাতীয় দলে কামব্যাক ঘটল বাবর আজমের। সেটা অবশ্য সুখের হল না পাক তারকার জন্য়। তার মধ্যে বাবরকে নিয়ে বিতর্ক বাঁধালেন সেদেশেরই প্রাক্তন তারকা রামিজ রাজা।
গদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তিনি ৭৬ রান করেন, অন্যদিকে ইমাম-উল-হক ৯৩ রান করেন। বহুদিন পর পাকিস্তানের জার্সিতে কামব্যাক ঘটেছে বাবর আজমের। এশিয়া কাপের দলে তিনি ছিলেন না। অনেকের মতে, বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানো উচিত। এই পরিস্থিতিতে গদ্দাফি স্টেডিয়ামেও বাবরকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
কিন্তু সেটার আর মূল্য দিতে পারলেন কোথায়? ৪৮ বলে মাত্র ২৩ রান করে আউট হন বাবর। অবশ্য তাঁর আগেই আউট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পাক ব্যাটিংয়ের ৪৮তম ওভারে বাবর মাত্র ১ রানে ব্যাট করছিলেন। প্রোটিয়া স্পিনারের বল ডিফেন্ড করতে গিয়ে বিপদ বাঁধান। আম্পায়ার ক্যাচ হিসেবে আউট দিলেও বাবর রিভিউ নেন। তাতে দেখা যায়, পাক তারকা আউট ছিলেন না।
সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন রামিজ রাজা। তিনি বলে ওঠেন, "আউট হলে নিশ্চয়ই নাটক করবে।" প্রাক্তন পাক তারকা খেয়াল করেননি যে তাঁর মাইক অন রয়েছে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় রামিজের খোঁচা। তবে বাবর রান না পেলেও প্রথম দিনের শেষে ভালো জায়গায় রয়েছে পাকিস্তান। ৫ উইকেট হারিয়ে তাদের রান ৩১৩।
