shono
Advertisement
Ranji Trophy

ঋদ্ধির শেষ ম্যাচে দাপট বোলারদের, ব্যাট হাতে লড়ছে বাংলা

প্রতিপক্ষকে দুশোর কমে গুটিয়ে দিলেও সেভাবে ফায়দা তুলতে পারলেন না অনুষ্টুপ মজুমদাররা।
Published By: Anwesha AdhikaryPosted: 07:34 PM Jan 30, 2025Updated: 07:34 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজির নকআউটে যাওয়ার ক্ষীণ আশা বেঁচে ছিল বাংলার। কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনেই কার্যত সলিলসমাধি হল সেই স্বপ্নের। প্রতিপক্ষকে দুশোর কমে গুটিয়ে দিলেও সেভাবে ফায়দা তুলতে পারলেন না অনুষ্টুপ মজুমদাররা। ম্যাচ জিতলেও বাংলার এবারের রনজি অভিযান হয়তো ইডেনেই শেষ হয়ে যাবে। অন্যদিকে, বিরাট কোহলির প্রত্যাবর্তনের ম্যাচে হাড্ডাহাড্ডি-টক্কর চলছে দিল্লি এবং রেলওয়েজের মধ্যে।

Advertisement

পাঞ্জাব ম‌্যাচ জিতে ঋদ্ধিকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছে বঙ্গ ব্রিগেড। ইডেনে এদিন ম্যাচ শুরুর আগে তাঁরা বিশেষ উপহার তুলে দেন 'সুপারম্যানে'র হাতে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথম থেকেই সুরাজ সিন্ধু জয়সওয়ালদের দাপটে ব্যাকফুটে চলে যায় পাঞ্জাব। মাত্র ৫ ওভারের মধ্যে পাঞ্জাবের দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরতে হয়, স্কোরবোর্ডে মাত্র ৪ রান।

তারপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। তবে ক্রিজের এক প্রান্তে টিকেছিলেন আনমোল মালহোত্রা। ১১৪ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাছাড়া পাঞ্জাবের কেউই সেভাবে রান পাননি। মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় ময়ঙ্ক মার্কাণ্ডের দল। চারটি করে উইকেট গিয়েছে সুরাজ এবং সুমিত মহান্তর ঝুলিতে। জোড়া উইকেট পেয়েছেন মহম্মদ কাইফও।

তবে বোলাররা দারুণ পারফর্ম করলেও ফের ব্যাটিং ব্যর্থতার শিকার বাংলা। প্রথম দিনের শেষে চার উইকেট হারাতে হয়েছে অনুষ্টুপদের। স্কোরবোর্ডে ১১৯ রান। শেষ পর্যন্ত ইডেনে জিতে গেলেও রনজির নকআউটে আর যেতে পারবে না বাংলা। এদিন দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন সুমন্ত গুপ্ত। দিনের শেষে অপরাজিত আছেন তিনি। ৩২ রান এসেছে অধিনায়ক অনুষ্টুপের ব্যাট থেকে। এখনও ৭২ রানে পিছিয়ে রয়েছে বাংলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঞ্জাব ম‌্যাচ জিতে ঋদ্ধিকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছে বঙ্গ ব্রিগেড। ইডেনে এদিন ম্যাচ শুরুর আগে তাঁরা বিশেষ উপহার তুলে দেন 'সুপারম্যানে'র হাতে।
  • ক্রিজের এক প্রান্তে টিকেছিলেন আনমোল মালহোত্রা। ১১৪ বলে ১০৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।
  • বোলাররা দারুণ পারফর্ম করলেও ফের ব্যাটিং ব্যর্থতার শিকার বাংলা। প্রথম দিনের শেষে চার উইকেট হারাতে হয়েছে অনুষ্টুপদের।
Advertisement