shono
Advertisement
Michael Vaughan

'অতঃপর ভারতই জিতল', জটিল অঙ্ক কষে ভনকে কটাক্ষ অশ্বিনের

ফাইনালে পৌঁছনোর পরে ভারতকে সূক্ষ্মভাবে খোঁচা দিয়েছিলেন ভন। তাঁকেই পালটা দিলেন অশ্বিন।
Published By: Krishanu MazumderPosted: 12:33 PM Jun 28, 2024Updated: 12:33 PM Jun 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে আফগানিস্তানের অসহায় আত্মসমর্পণের পরে ভারতকে কটাক্ষ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)।
শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে মাটি ধরিয়ে টিম ইন্ডিয়া ফাইনালের ছাড়পত্র জোগাড় করার পরেও ভন খোঁচা দিলেন টিম ইন্ডিয়াকে। ভারতকে অভিনন্দন জানালেন ঠিকই। কিন্তু সূক্ষ্ম খোঁচাও দিলেন। যা দেখার পরে ভারতের তারকা অফস্পিনার জটিল অঙ্ক কষে দেখিয়ে দিলেন শত সহস্র চ্যালেঞ্জ উপেক্ষা করে ভারতই ম্যাচ জিতেছে। অশ্বিনের ওই স্ট্রেটারে বোল্ড হলেন ভন।

Advertisement

[আরও পড়ুন: অশ্রুসিক্ত রোহিতের কাঁধে বিরাটের ভরসার হাত, ‘ফাইনালে সেরাটা দেবেন কোহলি’, আস্থা হিটম্যানের]


গায়ানায় ইংল্যান্ডকে একপ্রকার উড়িয়েই দিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। দুই ফরম্যাটের ক্রিকেটে টানা দুবার ফাইনালে পৌঁছল ভারত। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ফাইনালে গিয়ে স্বপ্ন ভেঙেছিল ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে কী হবে? তার উত্তর দেবে সময়। তবে সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছনোর পরে মাইকেন ভন সোশাল মিডিয়ায় লিখেছেন, ''ফাইনালে ওঠারই যোগ্য ভারত। এই টুর্নামেন্টের সেরা দল এখনও পর্যন্ত। এই ধরনের মন্থর পিচে খেলা খুবই কঠিন ইংল্যান্ডের পক্ষে। বল পড়ে নীচু হয়ে যাওয়া মন্থর, ঘূর্ণি পিচে ভারত খুবই ভয়ংকর।''
ভনের এহেন সোশাল মিডিয়া পোস্টের জবাব দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। জটিল অঙ্কের মাধ্যমে নানাধরনের সমস্যার সমাধান করে অশ্বিন লিখেছেন, ''অতঃপর ভারতই জিতল।'' ভনের সমালোচনামূলক পোস্টের দারুণ জবাব দিলেন ভারতের তারকা অফস্পিনার।

[আরও পড়ুন: সেমিফাইনালে ইংল্যান্ড বধের ম্যাচে একাধিক নজির রোহিতের, রেকর্ডবুকে নাম অন্যদেরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার কাছে আফগানিস্তানের অসহায় আত্মসমর্পণের পরে ভারতকে কটাক্ষ করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
  • শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে মাটি ধরিয়ে টিম ইন্ডিয়া ফাইনালের ছাড়পত্র জোগাড় করার পরেও ভন খোঁচা দিলেন টিম ইন্ডিয়াকে।
  • ভারতকে অভিনন্দন জানালেন ঠিকই। কিন্তু সূক্ষ্ম খোঁচাও দিলেন।
Advertisement