shono
Advertisement
Pakistani batter

ব্যাট কিনে টাকা না দিয়েই পগারপার পাক ব্যাটার! পাওনার আশায় আজও ফোন করছেন দোকানদার

কবে ঘটল এই ঘটনা?
Published By: Arpan DasPosted: 05:32 PM Mar 22, 2025Updated: 05:32 PM Mar 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার একপ্রকার 'চুরি'র অভিযোগ উঠল এক পাক ব্যাটারের বিরুদ্ধে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এই ঘটনা ঘটেছিল বলে খবর।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্দশার স্মৃতি সম্ভবত এখনও ভোলেননি পাকিস্তানি ক্রিকেটাররা। সেখানে তো নাস্তানাবুদ হয়েছিলেন বাবররা, তার মধ্যেই নতুন অভিযোগ। এক পাক সাংবাদিক ওয়াহিদ খান বিষয়টি প্রকাশ্যে এনেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। পাকিস্তানের সেই দলে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সাইম আয়ুবের মতো তারকা ব্যাটাররা ছিলেন।

জানা যাচ্ছে, এই ব্যাটার আমেরিকার নিউ জার্সির একটি দোকান থেকে ব্যাট কেনেন। সেই দোকানের মালিক সেখান থেকে নিউ ইয়র্কে তিনটি ব্যাট দিয়েও যান। কিন্তু সেই ব্যাটের টাকা আজও পাননি সেই দোকানি। ঘটনার এখানেই শেষ নয়। তিনি এখনও ওই পাক ব্যাটারকে টাকার জন্য ফোন করেই যাচ্ছেন। কিন্তু তারকা ব্যাটার ফোন ধরছেনই না। যদিও ওই ব্যাটারের নাম প্রকাশ্যে আনা হয়নি।

ঘটনাটা প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়ে গিয়েছে যে কে হতে পারেন ওই পাক ব্যাটার? ওই দলে অনেক তারকা ব্যাটার ছিলেন। তার মধ্যে কে এই কাণ্ডটি ঘটিয়েছেন, সেটা জানা না গেলেও নেটদুনিয়ার 'গোয়েন্দাগিরি' অব্যাহত। তার সঙ্গে অনেকের বক্তব্য, এরকম ঘটনা পাক ক্রিকেটের আরও বদনাম করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
  • এবার একপ্রকার 'চুরি'র অভিযোগ উঠল এক পাক ব্যাটারের বিরুদ্ধে।
  • গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এই ঘটনা ঘটেছিল বলে খবর।
Advertisement