shono
Advertisement
MS Dhoni

ব্যাটে ঝড় তুলতে বড় বদলের সিদ্ধান্ত ধোনির, শুরু আইপিএলের পরিকল্পনাও

কী চমক দিতে চলেছেন মাহি?
Published By: Arpan DasPosted: 05:13 PM Feb 25, 2025Updated: 05:13 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে আর একমাসও বাকি নেই। আর সেখানে ব্যাট হাতে ঝড় তুলতে নামবেন ৪৩ বছরের 'তরুণ' ধোনি। তার আগে চর্চায় মাহির ব্যাট। শোনা যাচ্ছে, এবারের আইপিএলে সামান্য কম ওজনের ব্যাট ব্যবহার করতে চলেছেন তিনি।

Advertisement

গত আইপিএলেও আগুনে ফর্মে ছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেও, তিনিই দলের ইউএসপি। এখনও তাঁর টানেই মাতোয়ারা হয়ে ওঠেন ক্রিকেটভক্তরা। আগামী আইপিএলেও যে সেটা হতে চলেছে, তা বলাই বাহুল্য। আর সেখানে তুলনায় কম ওজনের ব্যাট নিয়ে নামবেন ধোনি। যখন তিনি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলতেন, তখন তাঁর ব্যাটের ওজন ছিল ১২০০ গ্রাম। পরে জাতীয় দলে থাকাকালীন তাঁর ব্যাটের ওজন ছিল ১৩০০ গ্রাম।

শোনা যাচ্ছে, এবার ব্যাটের সামান্য ওজন ছেঁটে নামবেন তিনি। সূত্রের খবর, মিরাটের একটি বিখ্যাত ব্যাট প্রস্তুতকারক সংস্থার থেকে চারটি ব্যাট আনিয়েছেন ধোনি। যার প্রত্যেকটির ওজন ১২৩০ গ্রাম। তবে ব্যাটের আকারে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। শোনা যাচ্ছে, ধোনি যে কম ওজনের ব্যাট ব্যবহার করবেন, সেটা নিশ্চিত করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না।

কেরিয়ারের প্রথম থেকেই বেশি ওজনের ব্যাট ব্যবহার করতেন মাহি। তাঁর প্রাক্তন আরেক সতীর্থের মতে, ধোনির শক্তিশালী শটের রহস্যের অন্যতম কারণ ভারী ব্যাট। তবে ধোনি কবে চেন্নাইয়ের অনুশীলনে যুক্ত হবেন, তা এখনও নিশ্চিত নয়। প্রথমে জানা যাচ্ছিল, ফেব্রুয়ারির শেষেই হয়তো সিএসকে ক্যাম্পে আসবেন। কিন্তু তার সূচি এখনও তৈরি করা হয়নি। তবে একটা বিষয় মোটামুটি নিশ্চিত। ব্যাটের ওজন কম থাকলেও, মাহি ম্যাজিক কমবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএল শুরু হতে আর একমাসও বাকি নেই।
  • আর সেখানে ব্যাট হাতে ঝড় তুলতে নামবেন ৪৩ বছরের 'তরুণ' ধোনি। তার আগে চর্চায় মাহির ব্যাট।
  • শোনা যাচ্ছে, এবারের আইপিএলে সামান্য কম ওজনের ব্যাট ব্যবহার করতে চলেছেন তিনি।
Advertisement