সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর দিন কয়েক পর শুরু হয়ে যাচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। আর সেই সিরিজের ফলাফল কী হতে চলেছে, তার ভবিষ্যদ্বাণী করে দিলেন বিশ্বজয়ী অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের মতে, টেস্ট সিরিজ ৩-১ জিততে চলেছে অস্ট্রেলিয়া!
২০১৪-’১৫ সালের পর বর্ডার-গাভাসকর ট্রফি আর জিততে পারেনি অস্ট্রেলিয়া। মধ্যবর্তী সময়ে চার বার বর্ডার-গাভাসকর ট্রফি হয়েছে। চার বারই জিতেছে ভারত। তার মধ্যে দু’বার অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরেছে। সেই খরা এবার শেষ করতে অস্ট্রেলিয়া মরিয়া বললেও কম বলা হবে। ‘‘আগের চেয়ে ভারতকে হারানোর সম্ভাবনা এ মুহূর্তে আমাদের অনেক বেশি,’’ আইসিসিকে দেওয়া এক বিবৃতিতে বলে দিয়েছেন পন্টিং।
দেখতে গেলে খুব ভুল বলেননি বিশ্বজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক। চোট-আঘাত এভং প্লেয়ারদের ফর্ম বিচারে আসন্ন সিরিজের আগে সত্যিই নড়বড়ে জায়গায় রয়েছে রোহিতের ভারত। প্রথমত, অধিনায়ক রোহিত শর্মা একেবারেই ফর্মে নেই। টিমের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ বিরাট কোহলিও রান পাচ্ছেন না। তার উপর অস্ট্রেলিয়া সিরিজে মহম্মদ শামিকে পাবে না ভারত। জশপ্রীত বুমরাহ বাদে পেস বোলিং আক্রমণকে প্রায় নতুনই বলা যায়। এর সঙ্গে জুড়তে হবে নিউজিল্যান্ডের কাছে সম্প্রতি চুনকামের মহাধাক্কা। ‘‘শামির না থাকাটা ফ্যাক্টর হয়ে যাবে। ভারতীয় বোলিং বড় ধাক্কা খেয়ে যাবে। দেখুন, টেস্ট জিততে গেলে বিপক্ষের কুড়িটা উইকেট আপনাকে তুলতে হবে। সেটাই ভারতের ক্ষেত্রে বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আমার মতে, ব্যাটিং নিয়ে বিশেষ সমস্যায় পড়তে হবে না অস্ট্রেলিয়াকে। টিমে যা ব্যাটার রয়েছে, তারা সামলে দিতে পারবে বলেই আমার ধারণা,’’ বুধবার বলে দিয়েছেন পন্টিং। যাঁর ধারণা, ভারতের তুলনায় অস্ট্রেলিয়া এবার অনেক গুছোনো টিম। ‘‘ভারত যে একটাও টেস্ট জিতবে না, বলছি না। পাঁচটার মধ্যে ভারত একটা টেস্ট ঠিকই জিতবে। কিন্তু অস্ট্রেলিয়া অনেক বেশি ব্যালান্সড টিম। প্লাস, অস্ট্রেলিয়ার ঘরের মাঠে খেলা। তাই আমার ধারণা, টেস্ট সিরিজ ৩-১ জিতবে অস্ট্রেলিয়া,’’ সঙ্গে যোগ করেছেন পন্টিং।
শুধু সিরিজের ভবিষ্যদ্বাণী করাই নয়, আসন্ন সিরিজে কে সবচেয়ে বেশি রান সংগ্রাহক হতে পারেন, তারও একটা আন্দাজ দিয়ে রেখেছেন পন্টিং। তাঁর মতে, স্টিভ স্মিথ কিংবা ঋষভ পন্থের মধ্যে যে কোনও একজন সিরিজের সর্বোচ্চ রান স্কোরার হবেন। ‘‘পন্থ বা স্মিথের মধ্যে যে কোনও একজন সিরিজের সর্বোচ্চ রান স্কোরার হবে। আমার ধারণা, স্মিথই হবে। কারণ, ওপেনিং নয়, ও চার নম্বরে যাবে ব্যাট করতে। যা স্মিথের প্রিয় ব্যাটিং পজিশন,’’
রায় পন্টিংয়ের।