shono
Advertisement
Rachin Ravindra

দেশের স্বার্থ উপেক্ষা করেছে সিএসকে! কিউয়িদের বিরুদ্ধে চুনকামের পর বিস্ফোরণ প্রাক্তন তারকার

চেন্নাইয়ের উপর কেন আচমকা ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার?
Published By: Arpan DasPosted: 04:34 PM Nov 07, 2024Updated: 04:40 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে ভারত। ইতিমধ্যেই শুরু হয়েছে ময়নাতদন্ত। ব্যাটিং ব্যর্থতা থেকে কোচের সিদ্ধান্তের ত্রুটি, অনেক কিছুই আলোচনায় উঠে আসছে। এর মধ্যে একটা অন্য বিষয়ে ইঙ্গিত করলেন প্রাক্তন তারকা রবিন উথাপ্পা। যেখানে তিনি আঙুল তুললেন চেন্নাই সুপার কিংসের দিকে।

Advertisement

কেন এই অভিযোগ? কারণ টেস্ট সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার রাচীন রবীন্দ্র সিএসকে-র অ্যাকাডেমিতে এসে অনুশীলন করেন। তাতেই চটেছেন উথাপ্পা। তাঁর বক্তব্য, "রাচীন রবীন্দ্র এসে সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করে গেল। সিএসকে অসাধারণ ফ্র্যাঞ্চাইজি। নিজের ক্রিকেটারদের ভালোভাবে যত্ন নেয়। কিন্তু একটা সীমারেখাও দরকার। কোথায় ভারতের স্বার্থ জড়িয়ে আর কোথায় নিজের দলের প্লেয়ারের। বিশেষ করে যখন একজন বিদেশি প্লেয়ার আমাদের সঙ্গে সিরিজ শুরুর কয়েকদিন আগে এসে অনুশীলন করবে।"

ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রাচীন। পুণেতেও প্রথম ইনিংসে ৬৫ রান করেছিলেন। পরে তিনি স্বীকারও করেন যে, সিএসকে অ্যাকাডেমিতে অনুশীলন করায় তাঁর সুবিধা হয়েছে। সেই প্রসঙ্গে উথাপ্পা বলেন, "আমি চমকে যাইনি যে, সিএসকে সবসময় নিজের প্লেয়ারদের নিয়ে একটু বেশিই ভাবে। আমি সিএসকে-কে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু যখনই দেশের কথা উঠবে, তখন আমার মনে হয় বোঝা উচিত যে কোথায় থামতে হবে।"

তাঁর সংযোজন, "সেই প্রস্তুতির সাহায্যেই রাচীন রবীন্দ্র অসাধারণ ব্যাট করেছে। ভারতের মাটিতে বিদেশিদের মধ্যে অন্যতম সেরা ইনিংস খেলেছে। বেঙ্গালুরুর ওই উইকেটে ১৫৭ বলে ১৩৪ রান করা প্রশংসাযোগ্য। রাচীন দেখিয়ে দিয়েছে, ও নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ।" রাচীন যেমন সিএসকে-র হয়ে খেলেছেন, তেমনই উথাপ্পাও দুবছর এই টিমে ছিলেন। এবার অবশ্য রাচীনকে চেন্নাই রিটেন করেনি। তবে আরটিএমের বিকল্প খোলা থাকছে তাঁর জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে ভারত। ইতিমধ্যেই শুরু হয়েছে ময়নাতদন্ত।
  • ব্যাটিং ব্যর্থতা থেকে কোচের সিদ্ধান্তের ত্রুটি, অনেক কিছুই আলোচনায় উঠে আসছে।
  • এর মধ্যে একটা অন্য বিষয়ে ইঙ্গিত করলেন প্রাক্তন তারকা রবিন উথাপ্পা।
Advertisement