মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম রিঙ্কু সিং। আচমকাই 'অজানা' কোনও কারণে ভারতীয় টি-টোয়েন্টি দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন। এশিয়া কাপে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো ফাইনালে সুযোগ পাওয়া রিঙ্কু বাদ পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। তবে অবশেষে সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ার এই ফিনিশার। সেই রিঙ্কু কেবল ফিনিশার হিসাবে নন, দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রিঙ্কু বলেন, "আমাকে সমর্থকরা ফিনিশার মনে করেন। এর কারণ আমার ব্যাটিং পজিশন। তবে এমন নয় যে, আমি অন্য কোনও পজিশনে খেলতে পারি না। আমি যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। ঘরোয়া ক্রিকেটে এবং ভারতের হয়ে পাওয়ারপ্লেতেও ব্যাট করেছি। তিনটি হাফসেঞ্চুরি পাওয়ারপ্লেতে করেছি এখানে ব্যাটিং করেই।"
রিঙ্কুর সংযোজন, "দলে সুযোগ পেলে কার না ভালো লাগে! দেশের হয়ে বিশ্বকাপ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অনেক সময় কম্বিনেশনের কথা ভেবে দলে সুযোগ হয় না। দলের ভারসাম্য ঠিক রাখতে টিম ম্যানেজমেন্টকে তাই অনেক সময় নানান সিদ্ধান্ত নিতে হয়। এ নিয়ে চিন্তার কিছু নেই। সেই কারণে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।"
উল্লেখ্য, এখনও পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন রিঙ্কু। এর মধ্যে ১৪ ইনিংসে ৬ বা তার পরে নেমেছেন রিঙ্কু। তবে চার নম্বরে ব্যাট করে তাঁর গড় ৪৯। পাঁচ নম্বরে ব্যাট করে গড় ৪০.৮৬। আইপিএলে বাঁহাতি তারকার রেকর্ড বেশ ঈর্ষণীয়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে পাঁচ নম্বরে নেমে তাঁর গড় ৪৫.২২। স্ট্রাইক রেট ১৪৫.৩৬। এখন দেখার, টি-টোয়েন্টি বিশ্বকাপে গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট তাঁকে কোথায় নামায়।
