shono
Advertisement
Rinku Singh

আইপিএলের আগেই বড় দায়িত্ব, এবার কি কেকেআরের ক্যাপ্টেন হচ্ছেন? মুখ খুললেন রিঙ্কু

নাইটদের নেতা কে হবেন, সেটা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে।
Published By: Arpan DasPosted: 08:42 PM Dec 20, 2024Updated: 08:42 PM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিঙ্কু সিং। এবার কি আইপিএলে কেকেআরের নেতৃত্বও পাবেন? প্রবল জল্পনা চলছে ক্রিকেটমহলে। এর মধ্যে উত্তরপ্রদেশের নেতৃত্ব পেলেন। রিঙ্কু নিজে কি বলছেন, কেকেআরের অধিনায়কত্ব নিয়ে?

Advertisement

আইপিএলে তাঁকে রিটেইন করেছে কেকেআর। সঙ্গে রিটেইন করা হয়েছিল সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তীকে। আবার নিলাম থেকে শাহরুখ খানের দল তুলে নিয়েছে অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ারকে। কিন্তু পরের মরশুমে অধিনায়ক কে হবেন? অনেকের মতে লড়াই চলতে পারে নিলাম থেকে কেনা দুই তারকার মধ্যে। আবার অনেকে বলছেন রিঙ্কুর কথাও।

রিঙ্কু নিজে অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। তাঁর স্পষ্ট বক্তব্য, "আমি এখন থেকেই কেকেআরের নেতৃত্ব নিয়ে বাড়াবাড়ি কিছু ভাবতে চাইছি না। আমার এখন একমাত্র নজর উত্তরপ্রদেশ দলে। আমরা ফের ট্রফি জিততে চাই। শেষবার এই ট্রফি আমরা জিতেছিলাম ২০১৫-১৬ সালে।"

কিন্তু গুঞ্জন তো থামছে না। রিঙ্কুর পারফরম্যান্স কেকেআরকে ভরসা জুগিয়েছে। এখন তিনি বলও করছেন। সব মিলিয়ে নাইটদের নেতা হওয়ার অন্যতম দাবিদার। রিঙ্কু অবশ্য বলছেন, "আমি তো উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে অফস্পিন করেছি। আজকের ক্রিকেট এমন একজনকে চায় যে ব্যাটের সঙ্গে বলও করতে পারবে। আবার ফিল্ডিংয়েও ভরসা দেবে। উত্তরপ্রদেশের দায়িত্ব সামলানো বড় কাজ। আপাতত সেটাই করতে চাই।" তবে বিজয় হাজারে ট্রফিতে আরও একটা চ্যালেঞ্জ থাকছে রিঙ্কুর সামনে। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ হতে পারে রিঙ্কুর জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিঙ্কু সিং।
  • এবার কি আইপিএলে কেকেআরের নেতৃত্বও পাবেন? প্রবল জল্পনা চলছে ক্রিকেটমহলে। এর মধ্যে উত্তরপ্রদেশের নেতৃত্ব।
  • যদিও রিঙ্কু নিজে বলছেন, কেকেআরের অধিনায়কত্ব নিয়ে তিনি মোটেও ভাবছেন।
Advertisement