সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে তাদের চুনকাম করল বাংলাদেশ। তিনটি ম্যাচের সবকটিই জিতে নিল লিটন দাসের নেতৃত্বাধীন দল। শেষ ম্যাচ তারা জিতল ৮০ রানে। আর সেই ম্যাচেই চোখে পড়ল মজার দৃশ্য। রান আউট নিয়ে ভুল বোঝাবুঝির জেরে আম্পায়ার ড্রেসিংরুমে গিয়ে ফিরিয়ে আনলেন বাংলাদেশি ব্যাটার জাকের আলিকে।
ঠিক কী ঘটল কিংসটনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে? টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন দাস। ম্যাচের বয়স তখন ১৫ ওভার। ক্রিজে ছিলেন জাকের আলি ও শামিম হোসেন। রস্টন চেজের বলে রান নেওয়ার জন্য ডাক দেন জাকের। একরান সম্পূর্ণ হওয়ার পর বুঝতে পারেন, বল নিকোলাস পুরানের নাগালে। সেক্ষেত্রে দ্বিতীয় রানের জন্য দৌড়লে রানআউটের সমূহ সম্ভাবনা। কিছুটা এগিয়েও দাঁড়িয়ে যান শামিম। কিন্তু ততক্ষণে তাঁর দিকের প্রান্তে প্রায় পৌঁছে যান জাকের।
পুরান বল ছুড়ে দেন নন স্ট্রাইকিং এন্ডে। রস্টন চেজ মুহূর্তের মধ্যে উইকেট ভেঙে দেন। হতাশ হয়ে ড্রেসিংরুমে চলে যান জাকের। কিন্তু টিভি রিপ্লেতে চোখ পড়তেই চমক ভাঙে। দেখা যায়, চেজ যখন আউট করছেন, তখন বিপরীত দিকের ক্রিজে পৌঁছে গিয়েছেন জাকের। বরং শামিমের ব্যাট তখনও হাওয়ায়। পা পপিং ক্রিজের বাইরে। অর্থাৎ, আউট হয়েছেন শামিম। গন্ডগোল বুঝতে পেরে জাকেরকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হন আম্পায়ার। একদিকে যখন শামিম ফিরে গিয়েছেন, তখন জাকেরের জন্য সাজঘরে গিয়ে উপস্থিত হন আম্পায়ার। তাঁর অনুরোধে ফিরে এসে ব্যাট করেন জাকের।
শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪১ বলে ৭২ রানে। বাংলাদেশ তোলে ১৮৯ রান। সেখানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় মাত্র ১০৯ রানে। তিনটি উইকেট নেন রিষাদ হোসেন। দুটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মেহেদি হাসান।