সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর ইচ্ছাশক্তিতে ভর করে জীবনের মূলস্রোতে ফিরেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। শুধু তাই নয়, কঠিন পরিশ্রম করে ফিরে পেয়েছেন নিজের পুরনো ফর্মও। এখনও বাইশ গজে সেই একইরকম আগ্রাসন দেখা যাচ্ছে পন্থের ব্যাটে। এহেন উইকেটকিপার ব্যাটারের কেরিয়ারের লক্ষ্য খুব স্পষ্ট। তিনি ভারতীয় দলের অধিনায়ক হতে চান। বক্তা দিল্লি ক্যাপিটালসের সহ-কর্ণধার পার্থ জিন্দাল।
জেড্ডায় আয়োজিত আইপিএলের মেগা নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। লিগের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পেয়েছেন তিনি। ২৭ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দলের তরফে এখনও সরকারি ঘোষণা না হলেও পন্থই যে ক্যাপ্টেন হতে চলেছেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে দিল্লি ফ্র্যাঞ্চাইজি মিস করবে ভারতের তরুণ তুর্কিকে। অকপটে তা স্বীকার করছেন জিন্দাল। অতীত ঘেঁটে পন্থ প্রসঙ্গে দিল্লির সহ-কর্ণধার বলে দেন, "আমরা সকলেই জানতাম, ও কি চায়। আমাদের কাছে ও নিজেও খুব পরিষ্কার করে দিয়েছিল যে ভারতের ক্যাপ্টেন হওয়াই ওর সবচেয়ে বড় লক্ষ্য। সূচনাটা আইপিএলে নেতৃত্ব থেকে করতে চেয়েছিল।"
সুস্থ জীবনে ফিরে গত আইপিএলে দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন পন্থ। যদিও সেভাবে নজর কাড়তে পারেনি দল। কিন্তু আগামী মরশুমেও দলের অধিনায়কই থাকতে চেয়েছিলেন পন্থ। যাতে রাজি হয়নি জিন্দালের ফ্র্যাঞ্চাইজি। বরং নতুন অধিনায়কের খোঁজে ছিল তারা। আর সেই কারণেই তাঁকে রিটেন করা হয়নি। অর্থাৎ আইপিএলে যে নেতৃত্বের দায়িত্ব চালিয়ে যেতে চান পন্থ, সেকথাই স্পষ্ট করলেন জিন্দাল। কারণ তাঁর লক্ষ্যে তিনি এখনও স্থির।
এদিকে, দিল্লি ক্যাপিটালসের পরবর্তী অধিনায়ক প্রসঙ্গে পার্থ জিন্দাল জানালেন, এখনও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল, দুজনই নেতা হওয়ার দৌড়ে রয়েছেন।