সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সেখানেই অজি প্রধানমন্ত্রীর সঙ্গে জমাটি আড্ডায় মেতে উঠতে দেখা গেল বিরাট কোহলিদের। উল্লেখ্য, আগামী শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবে ভারত এ দল। সেই ম্যাচের আগে ভারতীয় দলের সদস্যদের সঙ্গে দেখা করলেন অ্যালবানিজ।
পারথে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। ১৬ মাস অপেক্ষার পরে নিজের টেস্ট কেরিয়ারে ৩০তম সেঞ্চুরি এসেছে কিং কোহলির ব্যাট থেকে। বিরাটের সঙ্গে কথা বলতে গিয়ে সেই প্রসঙ্গ উত্থাপন করেন অজি প্রধানমন্ত্রী। তিনি বলেন, "পারথে ভালো সেঞ্চুরি করেছ।" তবে অ্যালবানিজের মতে, ওই সময়ে অস্ট্রেলিয়া এমনিতেই খুব কঠিন অবস্থায় ছিল। বিরাটের সেঞ্চুরিতে আরও বিপাকে পড়েন প্যাট কামিন্সরা। অজি প্রধানমন্ত্রীর কথার উত্তরে রসিকতার সুরে বিরাট বলেন, "একটু মশলা তো দিতেই হয়।" তাতে আবার অ্যালবানিজের পালটা, "ভারত তো, মশলা হবেই।" দুজনের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন অজি প্রধানমন্ত্রী। পার্লামেন্টে বিশেষ বক্তৃতা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনিই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন দলের প্রত্যেক সদস্যের। ভারতীয় দলের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যালবানিজ জানান, ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে তাঁর। আগামী শনিবারের ম্যাচ নিয়ে অজি প্রধানমন্ত্রীর দাবি, " প্রধানমন্ত্রী একাদশ মানুকা ওভালে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি, এই ম্যাচ জিততে অজিদের সমর্থন করব।" পারথ থেকে আপাতত ক্যানবেরায় পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেখান থেকে রোহিতরা যাবেন অ্যাডিলেডে। আগামী ৬ ডিসেম্বর থেকে সেখানে দিনরাতের টেস্ট খেলতে নামবে দুই দল। পাঁচ টেস্টের সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে গিয়েছে ভারত।