shono
Advertisement
Rishabh Pant

ফের 'বেবিসিটারে'র ভূমিকায় পন্থ! খুদের সঙ্গে খুনসুটির ভিডিওয় মজে নেটদুনিয়া

অস্ট্রেলিয়ায় 'বেবিসিটার' হিসাবেও বেশ সুনাম কুড়িয়েছেন ঋষভ পন্থ।
Published By: Anwesha AdhikaryPosted: 04:19 PM Dec 10, 2024Updated: 07:51 PM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন। সেখানে বিপক্ষের চোখে চোখ রেখে ঝোড়ো ব্যাটিং করেছেন ঠিকই, কিন্তু অজিভূমে গিয়ে মিলেছে এক নতুন 'পরিচয়'। অস্ট্রেলিয়ায় 'বেবিসিটার' হিসাবেও বেশ সুনাম কুড়িয়েছেন। সেই ঋষভ পন্থকে দেখা গেল, আবারও ছোটদের সঙ্গে দিব্যি হেসেখেলে সময় কাটাচ্ছেন।

Advertisement

'বেবিসিটার' পন্থের (Rishabh Pant) কাহিনী শুরু হয়েছিল ২০১৮-২০১৯ সালে। সেই সময়ে অজি সফরে গিয়েছিল ভারতীয় দল। খেলা চলাকালীন তৎকালীন অজি অধিনায়ক টিম পেন টিপ্পনি কেটে পন্থকে বলেন, “তোকে হোবার্টে নদীর ধারে বাড়ির ব্যবস্থাও করে দেব। দেখবি হোবার্ট কী সুন্দর জায়গা। তবে আমি বউকে নিয়ে সিনেমা দেখতে গেলে আমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবি তো একটু? যাকে বলে বেবিসিটিং!” পেনের এই মন্তব্য ধরা পড়ে স্টাম্প মাইকে। হু হু করে ভাইরাল হয়ে যায় 'বেবিসিটার' মন্তব্য।

তবে এই টিপ্পনিতে মোটেই রেগে যাননি পন্থ। মাঠে দাঁড়িয়ে মিষ্টি করে পালটা জবাব দেন অজি অধিনায়ককে। সেখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বাড়িতে গিয়ে বেবিসিটিং শুরু করে দিয়েছিলেন ভারতীয় উইকেটকিপার। সেখানে উপস্থিত ছিলেন মিসেস পেইন। এনেছিলেন দুই সন্তানকেও। সেখানেই বনি পেইনের সন্তানকে কোলে নিয়ে ছবি তোলেন পন্থ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বনি নিজেই লেখেন পন্থ হলেন ‘সেরা বেবিসিটার’। তার পর থেকেই অজিভূমে গেলেই পন্থকে নিয়ে 'বেবিসিটার' চর্চা শুরু হয়।

চলতি অজি সফরের মধ্যেই ফের 'বেবিসিটারে'র ভূমিকায় দেখা গেল পন্থকে। অ্যাডিলেডের পথে বেরিয়ে এক ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা হতেই তাঁর শিশুকন্যাকে কোলে তুলে নেন। বেশ খানিকক্ষণ খুনসুটি চলে দুজনের। অচেনা পন্থকে দেখেও মোটেই অস্বস্তিতে পড়েনি ওই খুদে। বেবিসিটার পন্থের ওই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বেবিসিটার' পন্থের কাহিনী শুরু হয়েছিল ২০১৮-২০১৯ সালে। সেই সময়ে অজি সফরে গিয়েছিল ভারতীয় দল।
  • টিপ্পনিতে মোটেই রেগে যাননি পন্থ। মাঠে দাঁড়িয়ে মিষ্টি করে পালটা জবাব দেন অজি অধিনায়ককে।
  • অ্যাডিলেডের পথে বেরিয়ে এক ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা হতেই তাঁর শিশুকন্যাকে কোলে তুলে নেন।
Advertisement