shono
Advertisement

Breaking News

Rishabh Pant

রাত পোহালেই শুরু সিরিজ, ইংরেজদের হারিয়ে আহমেদাবাদ দুর্ঘটনার শোক ভোলাতে চান ঋষভ

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনও রয়েছে মানুষের মনে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:19 PM Jun 19, 2025Updated: 04:19 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ এখনও আছে। এই ঘটনা গোটা দেশকে শোকস্তব্ধ করে দেয়। দিন দু'য়েক পরে বিলেতের মাঠে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। সিরিজ শুরুর প্রাক্কালে বারবার ঘুরে ফিরে চলে এল সেই ভয়াবহ ঘটনার প্রসঙ্গ। ঋষভ পন্থ যেমন বলে দিলেন, মাঠে ভালো ক্রিকেট উপহার দিয়ে দেশের মানুষকে একটু সুখী করতে চান।

Advertisement

বুধবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় টিমের সহ অধিনায়ক বলেন, "অবশ্যই একটু বেশি আবেগ তো থাকবেই। কারণ আহমেদাবাদের ওই ঘটনা। আমরা মাঠে নিজেদের সেরাটা দিয়ে দেশের মানুষকে আনন্দ দিতে চাইব। আমরা সবসময় চাই দেশের মানুষকে সুখী করতে। ওঁদের আনন্দ দিতে। কিন্তু ক্রিকেটার হিসেবে সেটা সবসময় সম্ভব হয় না। কিন্তু টিমের তরফে একটা কথা বলতে পারি, নিজেদের দু'শো শতাংশ উজাড় করে দেবে সবাই।"

বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। সাম্প্রতিক সময়ে এই দুই মহাতারকা ছাড়া বিদেশের মাঠে প্রথম টেস্টে নামবে ভারত। স্বাভাবিকভাবেই শুভমান গিলের টিমের কাছে এটা বাড়তি চ্যালেঞ্জ। তেমনই চ্যালেঞ্জ গৌতম গম্ভীরদের কাছেও। কারণ ব্যাটিং অর্ডার নতুন করে সাজাতে হচ্ছে।

ওপেনিংয়ে লোকেশ রাহুল আর যশস্বী জয়সওয়াল যেমন নিশ্চিত। গিল চার নম্বরে ব্যাট করতে আসবেন। ঋষভ আসবেন পাঁচে। পন্থ সেটা নিজে নিশ্চিত করেছেন। তবে তিনে কে আসবেন, সেটা নিশ্চিত করে বলতে পারেননি। ঋষভ বলেন, "তিন নম্বর জায়গায় কে ব্যাট করবে, সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। শুভমান চারে ব্যাট করতে যাবে। এখনও পর্যন্ত যা ঠিক আছে, আমি ব্যাট করব পাঁচ নম্বরেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাঠে ভালো ক্রিকেট উপহার দিয়ে দেশের মানুষকে একটু সুখী করতে চান পন্থরা।
  • নিজেদের দু'শো শতাংশ উজাড় করে দেবে সবাই, বলছেন ভারতের সহ অধিনায়ক।
  • ওপেনিংয়ে লোকেশ রাহুল আর যশস্বী জয়সওয়াল যেমন নিশ্চিত। গিল চার নম্বরে ব্যাট করতে আসবেন।
Advertisement