সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারত বনাম ইংল্যান্ডের দ্বৈরথ দেখতে ওয়াংখেড়েতে চাঁদের হাট। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে শুরু করে বলিউড তারকা আমির খান, কে নেই সেই তালিকায়। অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংসের সাক্ষী থাকলেন সকলে।

টি-২০ সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছে আগেই। রবিবার ওয়াংখেড়েতে ছিল নিয়মরক্ষার ম্যাচ। তবে ব্যাটে-বলের লড়াই শুরুর আগেই দেখা গেল, স্টেডিয়ামে হাজির সুনাক। মাঠে নেমে দুই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং জস বাটলারের সঙ্গে আড্ডায় মেতে উঠতেও দেখা যায় তাঁকে। ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টির সাংসদের স্ত্রী অক্ষতা মূর্তিও হাজির ছিলেন রবিবারের ওয়াংখেড়েতে। সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান দিলেও রবিবারের সন্ধ্যায় সূর্যকুমার যাদবদের দেখার লোভ সামলাতে পারেননি নারায়ণমূর্তি। এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা।
ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি ছিলেন এদিনের ম্যাচে। তাঁর সঙ্গী পুত্র আকাশও। ভারত-ইংল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে স্টেডিয়ামে পৌঁছে যান আমির খান। খেলা চলাকালীন বেশ কয়েকবার চিন্তিত হয়ে পড়তেও দেখা যায় তাঁকে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের মতো তারকাও এদিন স্টেডিয়ামে এসেছিলেন খেলা দেখতে। সবমিলিয়ে রবিবারের ওয়াংখেড়েতে ছিল চাঁদের হাট।
তারকাখচিত স্টেডিয়ামে এদিন দ্যুতি ছড়ালেন অভিষেক শর্মা। তরুণ ভারতীয় ওপেনারের দাপটে একাধিক রেকর্ড তৈরি হল এদিনের ম্যাচে। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলে গড়েছেন রেকর্ড। স্টেডিয়ামে উপস্থিত তারকাদের প্রশংসাও কুড়িয়ে নিলেন তরুণ তুর্কি।