shono
Advertisement
Rohit Sharma

বুমরাহর সঙ্গে তর্কাতর্কি করুণের, বিপক্ষ ব্যাটারকে 'ভ্যাঙালেন' রোহিত! ভাইরাল ভিডিও

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস।
Published By: Anwesha AdhikaryPosted: 10:20 AM Apr 14, 2025Updated: 03:12 PM Apr 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা চলাকালীনই ক্ষোভে ফেটে পড়লেন জশপ্রীত বুমরাহ। রান নিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটার করুণ নায়ার ধাক্কা দেন তারকা পেসারকে। সেই নিয়েই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। মাঠের একদিকে যখন এমন উত্তপ্ত বাক্য়বিনিময় চলছে, তখন রোহিত শর্মা (Rohit Sharma) করুণকে 'ভ্যাঙাতে' ব্যস্ত! সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি (MI Vs DC)। সেই ম্যাচে কার্যত পুনর্জন্ম হয়েছে করুণ নায়ারের। দীর্ঘদিন পরে আইপিএলে (IPL 2025) ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ৪০ বলে ৮৯ রান করেন তিনি। যতক্ষণ করুণ ক্রিজে ছিলেন, দিল্লির ম্যাচ জেতার আশাও টিকে ছিল। তিনি আউট হতেই ম্যাচ থেকে হারিয়ে যায় অক্ষর প্যাটেলের দল। চলতি আইপিএলে প্রথম ম্যাচ হারতে হয় দিল্লিকে।

তবে ম্যাচের মধ্যেই নজিরবিহীনভাবে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বুমরাহ। ম্যাচের ষষ্ঠ ওভারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন করুণ। বুমরাহর মতো বোলারকেও কার্যত পিটিয়ে ছাতু করে দেন তিনি। ফলে যথেষ্ট রেগে ছিলেন তারকা পেসার। এহেন পরিস্থিতিতে রান নিতে গিয়ে তাঁর সঙ্গে করুণের ধাক্কা লাগে। ওভার শেষ হতেই তেড়ে গিয়ে করুণকে কথা শোনান বুমরাহ। তবে করুণ অবশ্য ক্ষমা চেয়ে নেন তারকা পেসারের কাছে। কিন্তু বুমরাহ আবার সেটা মানতে নারাজ। কোনওমতে হার্দিক পাণ্ডিয়া এসে পরিস্থিতি ঠাণ্ডা করার চেষ্টা করেন।

মাঠের একদিকে যখন এত কাণ্ড ঘটছে, তখন অন্যদিকে রোহিত ব্যস্ত করুণকে ভ্যাঙাতে! ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুচকি মুচকি হেসে বিচিত্র অঙ্গভঙ্গি করছেন ভারত অধিনায়ক। বোঝা যাচ্ছে, করুণের ক্ষমা চাওয়ার ভঙ্গি নকল করছেন তিনি। সেই ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়ায়। অনেকে আবার মনে করছেন, রোহিতের এহেন আচরণে 'গোঁসা' হতে পারে বুমরাহর।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচের মধ্যেই নজিরবিহীনভাবে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বুমরাহ।
  • কার্যত পুনর্জন্ম হয়েছে করুণ নায়ারের। দীর্ঘদিন পরে আইপিএলে ব্যাট করার সুযোগ পেয়ে মাত্র ৪০ বলে ৮৯ রান করেন তিনি।
  • অনেকে আবার মনে করছেন, রোহিতের এহেন আচরণে 'গোঁসা' হতে পারে বুমরাহর।
Advertisement