shono
Advertisement

Breaking News

Virat Kohli

জন্ম-কর্ম ভারতে হলেও কেন লন্ডন প্রীতি বিরাট-অনুষ্কার? ফাঁস রহস্য

ক্রিকেট ছাড়লে কি পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমাবেন বিরুষ্কা?
Published By: Arpan DasPosted: 08:41 PM Apr 26, 2025Updated: 08:41 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটি কাটাতে প্রায়ই লন্ডনের পথে পাড়ি দেন বিরাট-অনুষ্কা। সেই নিয়ে কমবেশি কটূক্তিও শুনতে হয়। নিন্দুকরা বলে, ক্রিকেট ছাড়লে পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমাবেন বিরুষ্কা। কিন্তু কেন ইংল্যান্ডের পথে পাড়ি দেন দুজনে? সেই রহস্য ফাঁস করলেন মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর লন্ডনের বিমান ধরেছিলেন দুজনে। তখন কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে নিয়ে সেখানেই ছিলেন কোহলিপত্নী অনুষ্কা। এটা তো শুধু একটা উদাহরণ মাত্র। লন্ডনই যে তাঁদের প্রিয় ঘোরা ও থাকার জায়গা, এই নিয়ে গুঞ্জনও রয়েছে। আলিবাগে বিলাসবহুল প্রাসাদ বানালেও সেই জল্পনা থামানো যায়নি।

কিন্তু এটাও তো ঠিক যে, বিরুষ্কার প্রায়শই লন্ডনযাত্রার নেপথ্যে নিশ্চয়ই কোনও কারণ আছে। কী সেই কারণ? শ্রীরাম নেনের মতে, ভারতে যেভাবে প্রতি মুহূর্তে তাঁদের গতিবিধি নিয়ে ভক্তদের কৌতূহল রয়েছে, সেটা থেকে বাঁচার জন্যই বিরাটদের এই বিদেশ সফর। তিনি বলছেন, "বিরাট কোহলিকে আমি প্রচণ্ড সম্মান করি। আমাদের বেশ কয়েকবার দেখা হয়েছিল। ও খুব ভালো মানুষ।"

সেই সঙ্গে তাঁর সংযোজন, "একদিন অনুষ্কার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল। ওরা তখন ভাবছিল, লন্ডনে পাকাপাকিভাবে চলে যাবে। কারণ ভারতে সেভাবে ওরা কিছুই সেলিব্রেট করতে পারছিল না। ওদের সমস্যাটা আমি বুঝতে পারি। কারণ সব সময় প্রচারের আলো এসে পড়ে। আমরা সবার থেকে কার্যত আলাদা হয়ে যাই।"

উল্লেখ্য, এর আগে বিরাটও বলেছিলেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে লোকচক্ষুর আড়ালেই থাকার ইচ্ছা রয়েছে তাঁর। তবে সম্প্রতি আলিবাগে বাড়ি বানানোর পর লিখেছিলেন, প্রিয়জনদের সঙ্গে এই বাড়িতে তিনি সময় কাটাবেন। ফলে লন্ডন না আলিবাগ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুটি কাটাতে প্রায়ই লন্ডনের পথে পাড়ি দেন বিরাট-অনুষ্কা। সেই নিয়ে কমবেশি কটূক্তিও শুনতে হয়।
  • নিন্দুকরা বলে, ক্রিকেট ছাড়লে পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমাবেন বিরুষ্কা।
  • কিন্তু কেন ইংল্যান্ডের পথে পাড়ি দেন দুজনে? সেই রহস্য ফাঁস করলেন মাধুরী দীক্ষিতের স্বামী ড. শ্রীরাম নেনে।
Advertisement