shono
Advertisement

Breaking News

ইন্দোরের ট্রফিক পুলিশকে রোহিতের শুভেচ্ছাবার্তা, নিমেষে মন জিতল সবার

কী লিখলেন রোহিত?
Posted: 10:30 AM Jan 17, 2024Updated: 03:35 PM Jan 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) আগেও বহুবার জিতে নিয়েছেন হৃদয়। আরও একবার জিতে নিলেন তিনি। ট্রাফিক পুলিশকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত এক চিঠি পাঠালেন হিটম্যান। ট্রাফিক পুলিশ রনজিৎ ভারত অধিনায়কের আবেগস্পর্শী সেই বার্তা পেয়ে অভিভূত হয়ে গেলেন। সোশাল সাইটে হৃদয় উপুড় করে রোহিত-বন্দনা করলেন রনজিৎ।
আগে রনজিতকে দেখেছিলেন রোহিত। ট্রাফিক নিয়ন্ত্রণে তাঁর দক্ষতা এবং এনার্জি দেখে মুগ্ধ হয়েছিলেন ভারত অধিনায়ক। সেই সময়ে রোহিতের কাছ থেকে সই চেয়েছিলেন রনজিৎ। কিন্তু ব্যস্ততার জন্য সেই সময়ে রোহিতও সই দিতে পারেননি। রনজিতও তা গ্রহণ করতে পারেননি। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য ভারতীয় দল ইন্দোরে এলে রোহিত সেই ট্রাফিক পুলিশকে ছোট্ট এক চিরকুটে শুভেচ্ছা-সহ সই দেন। ভারতীয় দলের বাস ড্রাইভারকে দিয়ে সেই শুভেচ্ছা সম্বলিত সই পাঠান ভারত অধিনায়ক। 

Advertisement

[আরও পড়ুন: সিরিজের শেষ ম্যাচ আজ, আফগানদের চুনকামের সঙ্গে রোহিতদের নজরে কাপ প্রস্তুতিও]

রোহিত শর্মা ভোলেননি কিছুই। ভারত অধিনায়কের এমন শুভেচ্ছাবার্তা পেয়ে রনজিৎ সোশাল মিডিয়ায় লেখেন, ”শেষবার ভারতীয় দল যখন ইন্দোরে এসেছিল, রোহিত শর্মার সঙ্গেআমার সাক্ষাৎ হয়েছিল। আমি সেই সময়ে সই চেয়েছিলাম রোহিত শর্মার কাছে। কিন্তু সেই সময়ে তা নেওয়া হয়নি। ভারত অধিনায়ক মনে রেখেছেন আমার কথা। এবার রোহিত স্যার আমার কথা মনে রেখে ড্রাইভারকে দিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন। প্রতিটি শব্দে আমার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা ঝরে পড়ছিল। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন স্যার। খেলার মাধ্যমেই একজন ক্রীড়াব্যক্তিত্ব সেরা হতে পারেন না, সমমনস্ক চিন্তাভাবনাই তাঁকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়।”
রোহিত শর্মার এই ছোট্ট চিঠি ভাইরাল হয়ে যায়। তাঁর ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই ছিল না। কিন্তু রোহিত শর্মার মানবিক মুখ মুগ্ধ করল সবাইকে।

 

[আরও পড়ুন: ১৬ ছক্কায় ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড, কিউয়ি ঝড়ে উড়ে গেল পাকিস্তান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement