shono
Advertisement
Rohit Sharma

সূর্যর সামনেই রোহিতকে 'অধিনায়ক' সম্বোধন জয় শাহর, ভুল করে না ইচ্ছাকৃত?

'অধিনায়ক' সম্বোধনে কী করলেন রোহিত?
Published By: Arpan DasPosted: 03:05 PM Jan 09, 2026Updated: 03:41 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন তিনি প্রাক্তন অধিনায়ক। এমনকী দুই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ওয়ানডে নেতৃত্ব তাঁর থেকে 'কেড়ে' নেওয়া হয়েছে। কিন্তু তারপরও আইসিসির চেয়ারম্যান জয় শাহর কাছে রোহিত শর্মা এখনও 'অধিনায়ক'। আম্বানিদের অনুষ্ঠানে রোহিতকে 'ক্যাপ্টেন' বলে ডাকলেন তিনি। যা শুনে হেসে ফেললেন হিটম্যানও।

Advertisement

২০২৫ সাল ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য ভালোই কেটেছে। বিশেষ করে মহিলা ক্রিকেট টিম ও দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল এবার বিশ্বকাপ জিতেছে। ২০২৪-এ রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই তিন দলের অধিনায়ককেই এক মঞ্চে নিয়ে আসেন নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানির উদ্যোগে আয়োজন করা হয়েছিল 'ইউনাইটেড ইন ট্রায়াম্ফ'। মুম্বইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলায় এই অনুষ্ঠানে তিন ভারতীয় দলকে সব ভারতীয়র পক্ষ থেকে ধন্যবাদ জানান নীতা আম্বানি।

অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। পুরুষ ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সস্ত্রীক সূর্যকুমার যাদব, রোহিত শর্মা। সেখানে জয় শাহ বলেন, "আমাদের অধিনায়ক এখানে বসে আছেন। আমি ওঁকে অধিনায়কই বলি। কারণ উনি আমাদের দু'টি আইসিসি ট্রফি জিতিয়েছেন। ২০২৩-র বিশ্বকাপে দশটি টানা ম্যাচ জিতেছিলাম। দেশবাসীর মন জিতলেও ট্রফি জিততে পারিনি। তারপর ২০২৪-র ফেব্রুয়ারি মাসে আমি বলেছিলাম, পরের বিশ্বকাপে আমরা মনও জিতব, ট্রফিও জিতব।"

ঠিক তাই ঘটেছিল। রোহিতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে। কিন্তু তারপরই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে বিশ্বকাপ অভিযান নামবে টিম ইন্ডিয়া। ঘটনাচক্রে আম্বানিদের অনুষ্ঠানে উপস্থিত ছিল সূর্যও। তাঁর সামনেই রোহিতকে 'অধিনায়ক' বলে ডাকলেন জয় শাহ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখন তিনি প্রাক্তন অধিনায়ক। এমনকী দুই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
  • ওয়ানডে নেতৃত্ব তাঁর থেকে 'কেড়ে' নেওয়া হয়েছে। কিন্তু এখন তিনি 'অধিনায়ক'।
  • অন্তত আইসিসির চেয়ারম্যান জয় শাহর কাছে রোহিত শর্মা এখনও 'অধিনায়ক'।
Advertisement