shono
Advertisement
Sachin Tendulkar

ক্রিকেটের ঈশ্বর! শচীনকে 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট' পুরস্কার দিচ্ছে বিসিসিআই

শনিবার শচীনকে ২০২৪-র সিকে নাইডু জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে বলে খবর।
Published By: Arpan DasPosted: 03:34 PM Jan 31, 2025Updated: 03:44 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ক্রিকেটের কিংবদন্তি। নামের পাশের অসংখ্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানও শচীন তেণ্ডুলকরের নামেই রয়েছে। এবার বিসিসিআইয়ের থেকে জীবনকৃতি সম্মান পেতে চলেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছে।

Advertisement

২০০টি টেস্টে তাঁর রান ১৫,৯২১। অন্যদিকে ৪৬৩টি ওয়ানডে খেলে শচীনের রান সংখ্যা ১৮,৪২৬। নামের পাশে রয়েছে ১০০টি সেঞ্চুরি। তবে শুধু সংখ্যা দিয়ে তাঁর কৃতিত্ব বিচার করা যাবে না। ব্যাট হাতে যেমন তাঁর সময়ের ক্রিকেটভক্তদের ভরসা দিয়েছেন, তেমনই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক থেকে ২০১১-র বিশ্বকাপ জয়, কিংবা ২০১৩-র বিদায়ী টেস্টে আবেগঘন কান্না, সবই এতদিন পরও চর্চায় থাকে ক্রিকেটপ্রেমীদের। ভারতের তো বটেই, শচীনকে সর্বকালের 'সেরা' ক্রিকেটার বলেও মনে করেন অনেকে। আবার অনেকের কাছে তিনি ক্রিকেটের 'ঈশ্বর'। 

এবার তাঁকে আজীবনের অবদানের স্বীকৃতি দিচ্ছে বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, শনিবার শচীনকে ২০২৪-র সিকে নাইডু জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে। বোর্ডের একসূত্রও এই খবরে শিলমোহর দিয়েছেন। তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। অর্থাৎ শচীন তেণ্ডুলকর ৩১তম পুরস্কার প্রাপক হবেন। গত বছর এই সম্মান পেয়েছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী ও ফারুখ ইঞ্জিনিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি ক্রিকেটের কিংবদন্তি। নামের পাশের অসংখ্য রেকর্ড।
  • আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানও শচীন তেণ্ডুলকরের নামেই রয়েছে।
  • এবার বিসিসিআইয়ের থেকে জীবনকৃতি সম্মান পেতে চলেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই এই খবর নিশ্চিত করেছেন।
Advertisement