shono
Advertisement
Kiara Advani Pregnancy

'জীবনের সেরা উপহার', মা হচ্ছেন কিয়ারা আডবানি, খুশিতে ডগমগ সিদ্ধার্থ

দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি।
Published By: Sandipta BhanjaPosted: 02:26 PM Feb 28, 2025Updated: 03:20 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেললেন তাঁরা। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি।

Advertisement

শুক্রবার মা-বাবা হওয়ার সুখবর দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির মন্তব্য, 'জীবনের সবথেকে দামি উপহার।' সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা। তারকাদম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরি সন্তান আসছে বলে জানালেন সিদ্ধার্থ-কিয়ারা। সেই পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের সহকর্মীরা। ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ইশান খট্টর থেকে শুরু করে অনেকেই নতুন ইনিংসের জন্য সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানালেন। বাবা হওয়ার আনন্দে খুশিতে ডগমগ বলিউডের 'শেরশাহ'ও। এর আগে জল্পনা শুরু হয়েছিল কিয়ারার পরনে এক পোশাক থেকে। তবে তখন সেটা 'ভুয়ো খবর' দাবি করে উড়িয়ে দেন অভিনেত্রী। এবার নিজেই জানালেন মা হওয়ার খবর। 

প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী পারমানেন্ট বুকিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সেই 'শেরশাহ'র সময়েই। ২০২৩ সেই স্বপ্নপূরণই করেছেন তাঁরা। ঘনিষ্ঠ আত্মীস্বজনদের সাক্ষী রেখে সাক পাকে বাঁধা পড়েছিলেন। বলিউডের এই তারকাদম্পতি কিন্তু অনুরাগীদেরও খুবই পছন্দের। অতঃপর তাঁদের মা-বাবা হওয়ার সুখবরেও যে তাঁরা শুভেচ্ছার জোয়ারে ভাসবেন, সেটা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা।
  • সংসারে আসতে চলেছে নতুন সদস্য। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি।
  • সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির মন্তব্য, 'জীবনের সবথেকে দামি উপহার।'
Advertisement