shono
Advertisement
Servotech Siliguri Strikers

বৃষ্টি কাঁটায় বাতিল ৪ ম্যাচ, বেঙ্গল প্রো টি-২০ লিগে হতাশ সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স

পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে শিলিগুড়ি।
Published By: Anwesha AdhikaryPosted: 05:19 PM Jun 19, 2025Updated: 05:19 PM Jun 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল প্রো টি-২০ লিগে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। একের পর এক ম্যাচ ভেস্তে যাচ্ছে বৃষ্টির জন্য। টুর্নামেন্টের লিগ পর্ব প্রায় মাঝপথে চলে এলেও বৃষ্টির ভ্রুকুটি থেকেই যাচ্ছে। তার জেরে ভোগান্তি বাড়ছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের। পুরুষ এবং মহিলা দুই দল মিলিয়ে চলতি মরশুমে শিলিগুড়ির চারটি ম্যাচ বাতিল হয়েছে। তার জেরে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে।

Advertisement

সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের পুরুষদের দু'টি এবং মহিলাদের দু'টি ম্যাচ বাতিল করা হয়েছে। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান যথাক্রমে সপ্তম এবং অষ্টম স্থানে। তার অন্যতম কারণ হল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়া। এই বিষয়টি যথেষ্ট অসন্তুষ্ট শিলিগুড়ি শিবির। তাদের তরফে স্পষ্ট বলা হয়েছে, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগটাই পাচ্ছেন না। কেবল ক্রিকেটাররা নন, ম্যাচ ভেস্তে যাওয়া নিয়ে ক্ষুব্ধ শিলিগুড়ির সমর্থককুলও।

দলের ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়, "আমরা তো মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি। ভালো খেলার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেটাররাও। কিন্তু সবকিছু ভেস্তে দিয়েছে এই বৃষ্টি।" মহিলা দলের অধিনায়ক বলেন, বারবার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় খেলোয়াড়দের মনোবল ভেঙে যাচ্ছে। শিলিগুড়ির ফ্যানরাও সোশাল মিডিয়ায় এই নিয়ে সুর চড়িয়েছেন। প্রিয় ক্রিকেটারদের মাঠে নেমে খেলতে দেখতে চান তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত কি বৃষ্টি থাবা বসাবে সেই আশায়? খারাপ আবহাওয়ার জেরে কী আবারও ভেস্তে যাবে শিলিগুড়ির ম্যাচ? উদ্বিগ্ন শিলিগুড়ি শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের পুরুষদের দু'টি এবং মহিলাদের দু'টি ম্যাচ বাতিল করা হয়েছে।
  • কেবল ক্রিকেটাররা নন, ম্যাচ ভেস্তে যাওয়া নিয়ে ক্ষুব্ধ শিলিগুড়ির সমর্থককুলও।
  • দলের ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়, "আমরা তো মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি। ভালো খেলার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেটাররাও।"
Advertisement