সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের সময় পাঁজরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। বোর্ডের মেডিক্যাল টিম তৎপরতা না দেখালে, তাঁর জীবন সংশয় হতে পারত। তার পর থেকে আর মাঠে দেখা যায়নি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। এত দিন পর মুম্বইকর ব্যাটিং শুরু করলেন। চোট পাওয়ার পর প্রায় দু'মাস কেটে গিয়েছে। তারপর ফের ব্যাট হাতে নেমে পড়লেন শ্রেয়স।
যার পর আপাতত তিনি যাচ্ছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। যেখানে তাঁর চোটের অবস্থা খতিয়ে হবে। তবে খবর যা, ব্যাট করার সময় কোনও রকম সমস্যা টের পাননি শ্রেয়স। তিনি দ্রুত চেষ্টা করছেন প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরে আসতে। চোট পাওয়ায় সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে পারেননি শ্রেয়স। দক্ষিণ আফ্রিকা সিরিজেও পাওয়া যায়নি তাঁকে।
বিসিসিআই সূত্রে খবর, সেন্টার অফ এক্সেলেন্সের নির্দেশমতোই মাঠে নেমেছেন শ্রেয়স। বেঙ্গালুরুতে গিয়ে আরও বেশি করে পর্যবেক্ষণে থাকবেন তিনি। কবে ম্যাচ খেলতে নামবেন শ্রেয়স, সেই নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে বোর্ড কর্তারা ধরে নিচ্ছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে ওয়ানডে সিরিজে মাঠে ফিরবেন তিনি। তার আগে সম্ভব হলে বিজয় হাজারে ট্রফির কয়েকটা ম্যাচও খেলবেন এই মুম্বইকর ব্যাটার। মুম্বইয়ের জার্সিতে বিজয় হাজারে খেলতে পারলে তবেই নিউজিল্যান্ড সিরিজে ফেরানো হবে শ্রেয়সকে, এমনটাই খবর বোর্ড সূত্রে।
উল্লেখ্য, সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিনতিনেক পরে হাসপাতাল থেকে ছাড়া পান। মাসখানেক আগে তিনি রিহ্যাব শুরু করেন। এবার ব্যাটিংও শুরু করেছেন। তবে শ্রেয়সের চোট যথেষ্ট গুরুতর ছিল, ফলে তাড়াহুড়ো করলে আখেরে ক্ষতি হতে পারে। সেই বিষয়টিও মাথায় রাখছেন বোর্ড কর্তারা।
