সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য ভারতের মেয়েরা। রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে ট্রাই-সিরিজ চ্যাম্পিয়ন হয়েছেন হরমনপ্রীত কৌররা। স্মৃতি মান্ধানার অনবদ্য সেঞ্চুরিতে পাহাড়প্রমাণ ৩৪২ রানে পৌঁছে যায় ভারতের ইনিংস। জবাবে মাত্র ২৪৫ রানেই থেমে যায় লঙ্কান বাহিনীর প্রতিরোধ।
রবিবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত। অসাধারণ শুরু করেন দুই ভারতীয় ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মান্ধানা। যদিও ব্যক্তিগত ৩০ রানের মাথায় সাজঘরে ফেরেন প্রতিকা। তখন ভারতের রান ১৪.৫ ওভারে ৭০। এরপর স্মৃতি যখন আউট হন, তাঁর নামের পাশে ১১৬ রান জ্বলজ্বল করছে। এটি তাঁর একাদশতম ওয়ানডে সেঞ্চুরি। হারলিন দেওলের সঙ্গে তাঁর ১২০ রানের পার্টনারশিপই কিন্তু ভারতকে বড় রানের দিকে নিয়ে যায়।
এরপর ৪৭ রানে হারলিন আউট হলেও রানের গতি থামেনি। সৌজন্যে ক্যাপ্টেন হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেজ। ৩০ বলে ৪৪ রানের একটা মারকাটারি ইনিংস উপহার দেন হরমনপ্রীত। জেমাইমাও ২৯ বলে ৪৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। শেষের দিকে অমনজ্যোত কৌর (১৮) এবং দীপ্তি শর্মা (২০) চালিয়ে খেলে ভারতের রান ৩৪২-এ নিয়ে যান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝটকা খায় শ্রীলঙ্কা। হাসিনি পেরেরার হাসি কেড়ে নেন অমনজ্যোত। রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন তিনি। এরপর বিশমি দেউমিনি ও চামারি আতাপাত্তু ৬৮ রানের পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। উইকেটে জমে যাওয়া বিশমিকে ফেরান অমনজ্যোত। আতাপাত্তু আউট হন ৫১ রানে। এরপর নীলাক্ষী ডি সিলভা (৪৮) লড়াই করলেও বাকি শ্রীলঙ্কান ব্যাটাররা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। ভারতের স্নেহ রানা ৪টি, অমনজ্যোত ৩টি উইকেট নেন। সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মান্ধানা। আর গোটা টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন স্নেহ রানা।
