shono
Advertisement
Sourav Ganguly

রাজনীতিতে আসছেন সৌরভ! মুখ্যমন্ত্রীর সামনে কী উত্তর ভারতের প্রাক্তন অধিনায়কের?

কীভাবে এত ফিট সৌরভ? তার 'সিক্রেট'ও ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Arpan DasPosted: 09:12 PM Dec 06, 2024Updated: 09:12 PM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রাজনীতিতে আসা নিয়ে প্রায়ই জল্পনা হয়। তবে এই বিষয়ে কখনই কিছু জানাননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও ধেয়ে এল সেই প্রশ্ন। আর তার উত্তর ক্রিজ থেকে বেরিয়ে এসে সোজা বাউন্ডারির বাইরে হাঁকালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিউজ ১৮ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক দর্শক তুলে আনেন উপনিবার্চনের ভোটের ফলাফলের প্রসঙ্গ। তার সূত্রে প্রশ্ন করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় কি ২০২৬-এই রাজনীতিতে আসবেন? নাকি তার আগেই 'মহারাজ'কে রাজনীতির আঙিনায় দেখা যাবে? এর জবাবে সৌরভের দিকেই বল ঠেলে দেন মুখ্যমন্ত্রী। ক্রিকেটের বোল্ড আউটের উদাহরণ টেনে তিনি বলেন, "এর উত্তর তো সৌরভই দিতে পারে। ক্রিকেটে বোল্ডও হয়, আবার ব্যাটিং-বোলিংও করে। স্বাভাবিকভাবে ওরাই এই কথাগুলোর উত্তর দিতে পারবে। আমি তো খেলাধুলোর জগতের লোক নই। কিন্তু আমি খেলাধুলো ভালোবাসি।"

জবাবে সোজা বাপি বাড়ি যা হাঁকালেন সৌরভও। প্রশ্নকারীকে পালটা দিয়ে হাসিমুখেই তিনি উত্তর দিলেন, "আমি তো প্রশ্নের মানেটাই বুঝতে পারলাম না। জিজ্ঞেস করুন, আপনি কবে খেলবেন আবার? সেটা ভালো লাগে শুনতে। রাজনীতিবিদদের কাজ রাজনীতি। আমার কাজ অন্য। এটাই আমার জীবনের নিয়ম।"

তাতেও রেহাই মিলল না ওই এক প্রশ্ন থেকে। তাহলে কি রাজনীতিতে আসছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন সৌরভ, "এটা তার উত্তর দেওয়ার মঞ্চ নয়।" তাঁর উত্তরে সহমত জানান মুখ্যমন্ত্রীও। তিনিও বলেন, "একদম ঠিক।" সৌরভের উত্তরের ভূয়সী প্রশংসায় হাততালির রোল ওঠে উপস্থিত দর্শকদের মধ্যেও। তার আগে সৌরভের সঙ্গে মজাও করেন মমতা। তিনি জানিয়ে দেন, সপ্তাহে তিনদিন সৌরভ উচ্ছের রস খান। সেটাই সৌরভের ফিট থাকার 'সিক্রেট'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তাঁর রাজনীতিতে আসা নিয়ে প্রায়ই জল্পনা নয়। তবে এই বিষয়ে কখনই কিছু জানাননি সৌরভ গঙ্গোপাধ্যায়।
  • এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও ধেয়ে এল সেই প্রশ্ন।
  • আর তার উত্তর ক্রিজ থেকে বেরিয়ে এসে সোজা বাউন্ডারির বাইরে হাঁকালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
Advertisement