স্টাফ রিপোর্টার: জল্পনাটা শুরু হয়েছিল আগেই। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন ঋষভ পন্থ। প্রাথমিকভাবে দিল্লি ম্যানেজমেন্ট বিষয়টি উড়িয়ে দিয়েছিল পুরোদমেই। কিন্তু ম্যানেজমেন্টে রদবদলের পর পন্থ যে নিলামে উঠছেনই, তা নিশ্চিত হয়ে যায়। আবার কে এল রাহুলের সঙ্গে লখনউ সুপার জায়ান্টের সম্পর্ক যে ছিন্ন হবেই, তা নিশ্চিত হয়ে গিয়েছিল আইপিএল চলাকালীন। রিটেনশনের তালিকা তাতে সিলমোহর দেয় মাত্র।
আবার ধরুণ শ্রেয়স আইয়ারের কথা। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, দীর্ঘ এক দশকের খরা কাটিয়ে ট্রফি দিয়েছেন কেকেআর-কে। কিন্তু রিটেনশন লিস্টে তাঁকে রাখেনি নাইটরা। শনিবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দুরন্ত সেঞ্চুরির মাধ্যমে কেকেআর-এর পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজিদেরও বার্তা দিয়েই রাখলেন তিনি। কিংবা মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া অজি পেসারের দর এবার কতটা উঠবে, এখন থেকেই আলোচনা চলছে তা নিয়ে।
ঋষভ-রাহুল-শ্রেয়স-স্টার্কের মতো ৫৭৪ জন ক্রিকেটারকে নিয়ে আগামী দু'দিন সরগরম হতে চলেছে জেড্ডা। কারণ রবিবার এবং সোমবার সৌদি আরবের এই প্রাচীন শহরেই অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সবমিলিয়ে ২০৪ জন ক্রিকেটারকে নিতে পারবে ১০ ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে সুযোগ পাবেন সর্বোচ্চ ৭০ বিদেশি ক্রিকেটার। আর সেই তালিকায় নাম তোলার জন্য নিলামে অংশ নিয়েছেন ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি। বিদেশিদের মধ্যে আইসিসি-র পূর্ণ সদস্য নয়, এমন দেশের তিন ক্রিকেটারও আছেন। তবে আলোচনাটা বেশি জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই। যার মধ্যে রয়েছেন অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, ভেঙ্কটেশ আইয়ার, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা।
কখন শুরু হবে আইপিএল নিলাম? ভারতীয় সময় দুপুর ৩.৩০ অর্থাৎ পারথ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষের পরে। টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলে নিলামের সরাসরি সম্প্রচার হবে। এছাড়া জিও সিনেমা অ্যাপে নিলাম সরাসরি দেখা যাবে।