সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অবস্থায় আর্থিক সংকটে ধুঁকছেন বিনোদ কাম্বলি। এহেন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়ালেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, প্রত্যেক মাসে কিছু অর্থ তিনি তুলে দেবেন কাম্বলির হাতে। প্রসঙ্গত, গাভাসকর আগেই জানিয়েছিলেন, অসহায় কাম্বলির পাশে দাঁড়াবেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাম্বলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে গাভাসকরের সংগঠন CHAMPS ফাউন্ডেশন। প্রত্যেক মাসে ওই সংগঠনের তরফ থেকে ৩০ হাজার টাকা সাহায্য হিসাবে তুলে দেওয়া হবে কাম্বলির হাতে। এছাড়াও প্রত্যেক বছর তাঁর চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা আলাদাভাবে দেবে গাভাসকরের সংগঠন। তবে এই বিষয়টি নিয়ে দুই ক্রিকেটারের তরফে কিছু জানানো হয়নি। তবে জানা গিয়েছে, চলতি মাস থেকেই কাম্বলিকে আর্থিক সাহায্য পাঠানো শুরু করে দিয়েছেন গাভাসকর।
সাম্প্রতিক সময়ে কাম্বলির অসুস্থতা নিয়ে বারবার উদ্বেগ বেড়েছে। গত আগস্ট মাসে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায় রীতিমতো টলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েন ক্রিকেটভক্তরা। এর মধ্যে ভাইরাল হয় আরেকটি ভিডিও। সেখানে দেখা যায়, কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে বন্ধু শচীন তেণ্ডুলকরের হাত ধরে টানছেন কাম্বলি। যা দেখে তাঁর অসুস্থতা নিয়ে আশঙ্কা আরও দৃঢ় হয়। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে কাম্বলিকে দেখেছিলেন গাভাসকরও।
তারপর নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছিলেন কাম্বলি। তিনি জানিয়েছেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন। এমনকী মাঝে অজ্ঞানও হয়ে যান। এর মধ্যে আচমকা তাঁর শারীরিক অবস্থা ফের খারাপ হয়। ডিসেম্বর মাসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বেশ আশঙ্কাজনক হয়ে পড়ে তাঁর অবস্থা। তারপরেই কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। এবার সেই পথেই হাঁটলেন বিশ্বজয়ী দলের সদস্য গাভাসকর।