shono
Advertisement
KKR

ইডেনে নেমে নাইটদের পাত্তাই দিলেন না শ্রেয়স! পাঞ্জাব যুদ্ধে কেকেআরে দুই বদল

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।
Published By: Arpan DasPosted: 07:11 PM Apr 26, 2025Updated: 07:32 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে পাঞ্জাবকে হারাতেই হবে রাহানেদের। কাজটা সহজ নয়। তার উপর বিপক্ষ অধিনায়কের নাম শ্রেয়স আইয়ার। যাঁর নেতৃত্বে গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। যদিও ইডেনে নেমে শ্রেয়স বলে গেলেন, আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচটা দেখছেন। তবে সমর্থকদের প্রশংসাই করে গেলেন পাঞ্জাব অধিনায়ক। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। অন্যদিকে কেকেআরে দুই বদল। প্রথম একাদশে এলেন চেতন সাকারিয়া ও রভম্যান পাওয়েল। বাদ পড়লেন মইন আলি ও রমনদীপ সিং।

Advertisement

আসলে এই ম্যাচ নিয়ে কেকেআরের মাথাব্যথা দু'দিক থেকে। এক তো প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, শ্রেয়সের 'প্রত্যাবর্তন' যেন সুমধুর না হয়। খোদ শ্রেয়স কী সেসব নিয়ে ভাবছেন? মনে তো হল না। তিনি বললেন, "আর পাঁচটা দিনের মতোই লাগছে। তবে কিছুটা নস্ট্যালজিক। এখানে খেলতে সব সময়ই ভালো লাগে। এখানকার দর্শক অসাধারণ।" নাইট ভক্তদের প্রশংসা এবং কেকেআর সম্পর্কে নীরবতা। ঘুরিয়ে বার্তা দিতে ছাড়লেন না শ্রেয়স।

আরেকটা বার্তা দিলেন নাইট ম্যানেজমেন্টকে। ইডেনে টসে জেতা মানেই চোখ বন্ধ করে রান তাড়া করার সিদ্ধান্ত নিচ্ছিলেন রাহানে। শ্রেয়স সেই পথে হাঁটলেন না। যেন বুঝিয়ে দিলেন, এই পিচে গতবার তিনি রাজত্ব করেছেন। ইডেনকে তিনিও হাতের তালুর মতো চেনেন। আর যদি এই ম্যাচে পাঞ্জাব জিতে যায়, তাহলে কিন্তু ফের রাহানেদের আগের সিদ্ধান্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠবে। অবশ্য নাইট অধিনায়কের দিকেও 'হোম অ্যাডভান্টেজ' নিয়ে প্রশ্ন এল। রাহানে আর বিতর্কে জড়ালেন না। বরং যেভাবে হাসলেন, তার মানে একটাই, 'আবার সেই প্রশ্ন!'

অষ্টাদশ আইপিএলে আজ পর্যন্ত আট ম‌্যাচ খেলে মাত্র তিনটেয় যে জিতেছে কেকেআর। লিগ টেবলে ধুঁকছে সাত নম্বরে। বাকি ছ’টায় পাঁচটা জিততে হবে টিমকে। সঙ্গে দরকার ‘পুষ্টিকর’ নেট রান রেট। নইলে হবে না। বিগত বেশ কয়েক দিন ধরেই রভম‌্যান পাওয়েলকে খেলানোর সর্বাত্মক দাবিদাওয়া উঠছে। কেউ বলেছেন, রাসেলকে বসিয়ে রভম‌্যানকে খেলানো হোক। কেউ আবার বলেছেন, একসঙ্গে দু’জনকে খেলালেই বা ক্ষতি কী? অবশেষে সেটাই হতে চলেছে। বাদ পড়লেন মইন আলি। যিনি কি না আগের দিন সাংবাদিক সম্মেলনে বলে গিয়েছিলেন, মুম্বইকে দেখে শিখবেন। কিন্তু মইনকে নিয়েই যে কেকেআর কী করবে, সেটা বুঝে ওঠা যাচ্ছে না। বাদ পড়লেন রমনদীপ সিং। আরও আগেই হয়তো বাদ পড়তে পারতেন। রিটেইনের 'মূল্য' এখনও চোকাতে পারেননি। সেই জায়গায় বাড়তি বোলার খেলাচ্ছে কেকেআর। দলে ঢুকেছেন চেতন সাকারিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে পাঞ্জাবকে হারাতেই হবে রাহানেদের। কাজটা সহজ নয়।
  • তার উপর বিপক্ষ অধিনায়কের নাম শ্রেয়স আইয়ার। যাঁর নেতৃত্বে গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।
  • যদিও ইডেনে নেমে শ্রেয়স বলে গেলেন, আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচটা দেখছেন।
Advertisement