shono
Advertisement
Team India

ম্যাঞ্চেস্টারে বৃষ্টিতে ভেস্তে গেল টিম ইন্ডিয়ার অনুশীলন! দেখা গেল না গিল-বুমরাহদেরও

ইন্ডোরে অনুশীলন করতে বাধ্য হল ভারত।
Published By: Prasenjit DuttaPosted: 08:55 PM Jul 20, 2025Updated: 08:57 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই বৃষ্টিপ্রবণ ম্যাঞ্চেস্টার। সেখানেই রয়েছে চতুর্থ টেস্ট। এমনিতে ম্যাচটা ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। কারণ সিরিজে সমতায় ফিরতে গেলে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে চতুর্থ টেস্ট জিততেই হবে। সমস্যা হল, সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির প্রভাব এতটাই ছিল যে, অনুশীলনের জন্য মাঠে নামতে পারল না টিম ইন্ডিয়া। ইন্ডোরে অনুশীলন করতে বাধ্য হল ভারত।

Advertisement

দলের অনুশীলনে ছিলেন না শুভমান গিল, কেএল রাহুল, জশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থের মতো ক্রিকেটাররা। জানা গিয়েছে, রবিবার দুপুর ১টা নাগাদ স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনের জন্য উপস্থিত হয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যদিও সেখানে মিডিয়ার প্রবেশাধিকারের কোনও অনুমতি ছিল না। সেই কারণে অনুশীলনের কোনও ছবি এখনও পর্যন্ত পোস্ট করেনি বিসিসিআই।

২৩ জুলাই, বুধবার থেকে শুরু চতুর্থ টেস্ট। আর পিছিয়ে থাকা অবস্থায় থাকা ভারতের 'মাস্ট উইন' ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু তার আগে ম্যাঞ্চেস্টারে কেন ঐচ্ছিক অনুশীলন রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে, চতুর্থ ম্যাচের আগে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল আথারটন পিচ সম্পর্কে বলেন, "পিচে হয়তো আগের মতো গতি থাকবে না। এখন পিচের অবস্থা বেশ ফ্ল্যাট। শেষের দিকে বল ঘুরতে পারে। বিশেষ করে রিস্ট স্পিনাররা এখানে সাহায্য পেতে পারে।" 

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জেরবার ভারতীয় শিবির। অনুশীলনে চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে অংশুল কম্বোজকে। জানা গিয়েছে, চোটের জন্য ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে অনিশ্চিত হয়ে পড়েছেন আকাশ দীপও। শেষপর্যন্ত আকাশ দীপ যদি না খেলেন, তাহলে কি প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম এগারোয় দেখা যাবে? নাকি অর্শদীপের জায়গায় সুযোগ পাওয়া অংশুলকে খেলাবে ভারত? ইংল্যান্ড সফরে দু’টি টেস্টে সুযোগ পেলেও প্রসিদ্ধর পারফরম্যান্স কিন্তু বলার মতো ছিল না। এদিকে আকাশের চোটের বুমরাহকে নিয়ে পরিকল্পনা বদলের পথে টিম ম্যানেজমেন্ট। তবে আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে মনে হচ্ছে, চতুর্থ টেস্টে মাঝেমাঝেই থাবা বসাতে পারে বৃষ্টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিরিজে সমতায় ফিরতে গেলে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা টিম ইন্ডিয়াকে চতুর্থ টেস্ট জিততেই হবে।
  • সমস্যা হল, সেখানে তুমুল বৃষ্টি হচ্ছে।
  • বৃষ্টির প্রভাব এতটাই ছিল যে, অনুশীলনের জন্য মাঠে নামতে পারল না টিম ইন্ডিয়া।
Advertisement