shono
Advertisement
IPL 2025

কিংবদন্তি অধিনায়কদের জৌলুসহীন উত্তরসূরি! 'সাবালক' আইপিএলে ব্রাত্য তারকা পুজো

জৌলুসহীনতার মাঝেও কোথাও যেন এই লিগে লেখা থাকে অন্য রূপকথা।
Published By: Prasenjit DuttaPosted: 10:58 PM Mar 21, 2025Updated: 10:58 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্মাদনাটা হয়তো একই রয়েছে। যেভাবে ১৮ বছর আগে ঘটা করে শুরু হয়েছিল আইপিএল, তেমনই জৌলুস আজও। এর মধ্যে বহুকিছুই বদলেছে। খোদ ক্রিকেটেরও আমূল বদল হয়েছে। সেখানে এখন হরহামেশা চার-ছয়ের বন্যা দেখতে মাঠ ভরান দর্শকরা। এককালে শীতের রোদ্দুর গায়ে মেখে টেস্ট দেখতে আসা দর্শকরাও বদলে গিয়েছেন। এখন সে সব অতীত। বাউন্ডারি থেকে অনতিদূরে চিয়ার লিডাররা দলের হাসিকান্নার সঙ্গে মিলে যান। এসব প্রথম আইপিএলেও ছিল, এখনও আছে। কিন্তু এর মধ্যেও কী যেন একটা নেই নেই গন্ধ!

Advertisement

এই ভারতই টি-২০ খেলতে প্রথমে নিমরাজি ছিল। ঘটনাচক্রে এই ভারতই প্রথম টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন। ভারতই কিন্তু আইপিএল নামক 'ম্যামথ' এই টি-২০ লিগের জন্মদাতা। ২০০৮-এর সেই সন্ধ্যা। কেকেআর বনাম আরসিবি'র ম্যাচ নিয়ে উন্মাদনা চরম পর্যায়ে। কলকাতার অধিনায়ক সৌরভ। বেঙ্গালুরুর রাহুল দ্রাবিড়। ব্র্যান্ডন ম্যাকালামের ঝোড়ো ১৫৮ টুর্নামেন্টের হাইপ একেবারে আকাশে উঠিয়ে দেয়। তখন হয়তো আইপিএলের শীর্ষ কর্তারা মিচকে হাসছিলেন।

হাসবেন নাই বা কেন? প্রথম আইপিএল অধিনায়কদের দিকে দেখুন। একেকজন দিগগজ। কলকাতা নাইট রাইডার্সের সৌরভ গঙ্গোপাধ্যায়, মুম্বই ইন্ডিয়ান্সের শচীন তেণ্ডুলকর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রাহুল দ্রাবিড়, ডেকান চার্জারসের ভিভিএস লক্ষ্মণ, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি, দিল্লি ডেরেডেভিলসের বীরেন্দ্র শেহওয়াগ, কিংস ইলেভেন পাঞ্জাবের যুবরাজ সিং,রাজস্থান রয়্যালসের শেন ওয়ার্ন। সুতরাং ভারী ভারী সব নাম। ক্রিকেটের গ্লামার নিয়ন্ত্রিতই হত এই সব দুঁদে ক্রিকেটারের হাতে। তাঁদের ব্র্যান্ড ভ্যালুও তখন ঈর্ষণীয়। বিশ্ব কাঁপানো লেগস্পিনারের হাতে ভারতের মানচিত্র সদৃশ কাপ দেখে খুশিতে ভরে উঠেছিল বৈঠকখানা।

সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক ওয়ার্ন পৃথিবীরই মায়া ত্যাগ করেছেন। বছর ঘুরতে ঘুরতে নাইট জার্সি কালোর জায়গায় হয়েছে বেগুনি। বহু ফ্রাঞ্চাইজির নামও বদলে গিয়েছে। আইপিএলে দলও বেড়েছে। কিন্তু ধীরে ধীরে কিংবদন্তি অধিনায়করা কি হয়ে পড়েছেন জৌলুসহীন? জাম্প কাট। ২০২৫-এর আইপিএল ক্যাপ্টেনদের তালিকা একবার ঝালিয়ে নেওয়া যাক।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াড়
দিল্লি ক্যাপিটালস: অক্ষর প্যাটেল
গুজরাট টাইটান্স: শুভমান গিল
কলকাতা নাইট রাইডার্স: অজিঙ্কা রাহানে
লখনউ সুপার জায়ান্টস: ঋষভ পন্থ
মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পান্ডিয়া
পাঞ্জাব কিংস: শ্রেয়স আইয়ার
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: রজত পাতিদার
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স

দেখাই যাচ্ছে, শুভমান গিল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স ছাড়া বাকিরা কিন্তু সেই অর্থে মহাতারকা নন। বাকিরা স্ব-স্ব ক্ষেত্রে সফল। দলের জয়ে বড় অবদানও রাখেন। তাঁদের কি তবে বলা চলে জৌলুসহীন উত্তরসূরি? ধীরে ধীরে 'সাবালক' হয়ে ওঠা আইপিএলে কি ব্রাত্য হতে শুরু করেছে তারকা পুজো? সেখানে 'হেভিওয়েট'দের অধিনায়কের জায়গায় দেখে হয়তো আন্দোলিত হয় না দর্শকদের মন। কিন্তু এটা ভারতবর্ষ। এই দেশ তারকার কদর করতে জানে। তাই তো বিরাট কোহলির জন্য ভরে ওঠে স্টেডিয়াম, মহেন্দ্র সিং ধোনিকে মাঠে দেখতে মুখিয়ে থাকে আসমুদ্রহিমাচল, বুমরাহ যখন প্যাভিলিয়ন এন্ড দিয়ে বল হাতে দৌড়ন গ্যালারিতে ওঠে মেক্সিকান ওয়েভ। আর রোহিত শর্মার 'হিট' শো দেখতে 'পাগল' হয়ে যান সমর্থকরা। এটাই আইপিএলের মজা। জৌলুসহীনতার আখ্যানকাব্যের মাঝেও কোথাও যেন এই কোটিপতি লিগে লেখা হয়ে যায় অন্য রূপকথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখন হরহামেশা চার-ছয়ের বন্যা দেখতে মাঠ ভরান দর্শকরা।
  • এককালে শীতের রোদ্দুর গায়ে মেখে টেস্ট দেখতে আসা দর্শকরাও বদলে গিয়েছেন।
  • এখন সে সব অতীত।
Advertisement