shono
Advertisement
WPL

জ্যাকলিনের নাচ থেকে হানির র‍্যাপ, বর্ণাঢ্য অনুষ্ঠানে শুরু WPL-এর চতুর্থ মরশুম

নারীর ক্ষমতায়ন নিয়ে অসাধারণ বক্তব্য রাখেন হারনাজ কৌর সন্ধু।
Published By: Prasenjit DuttaPosted: 09:10 PM Jan 09, 2026Updated: 01:41 AM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল উইমেন প্রিমিয়ার লিগ। শুক্রবার ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের আগে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হল জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। জ্যাকলিনের নাচ থেকে হানি সিংয়ের র‍্যাপের ছন্দোবদ্ধ প্রবাহে মেতে উঠলেন দর্শকরা।

Advertisement

চতুর্থ মরশুমে পা রাখল ডব্লিউপিএল। সেই উপলক্ষে জমজমাট অনুষ্ঠান দেখল ক্রিকেটবিশ্ব। সেখানে যেন একই বৃন্তে উঠলেন সঙ্গীত এবং নৃত্যজগতের কুশলীরা। গোটা স্টেডিয়ামে তখন উৎসবের আবহ। হাজার হাজার দর্শক তাতে তাল দেন, নাচের ছন্দে পা মেলান। তারকাখচিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এভাবেই হল টুর্নামেন্টের 'কার্টেন রেইজার'।

অনুষ্ঠান শুরু করেন হারনাজ কৌর সান্ধু। তিনি ২০২১ সালের মিস ইউনিভার্স। নারীর ক্ষমতায়ন নিয়ে অসাধারণ বক্তব্য রাখেন। মহিলাদের অধিকার ও সুযোগ বাড়ানোর কথা তিনি বলেন। মহিলারা যেন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে স্বপ্নপূরণের সুযোগ পান, সেকথাও জানান। নারীদের উন্নতিই সমাজের প্রকৃত উন্নতির চাবিকাঠি, বলেন 'বাগি ৪' সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আসা হারনাজ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যের পর গ্যালারিতে করতালির রোল ওঠে। 

এরপর জুভেন্টাসের জার্সিতে পারফর্ম করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁর নাচের ভঙ্গিতে মুগ্ধ হন দর্শকরা। জনপ্রিয় গান 'লাল পরি'র সঙ্গে নাচেন তিনি। নাচেন 'জুম্মে কি রাত হ্যায়' গানেও। চেঞ্জিং স্টেপ থেকে হপ স্টেপ, সবই ছিল একেবারে নিখুঁত। প্রত্যেক স্টেপে ঝরে পড়ছিল গ্ল্যামার। এখানেই 'মিলিয়নেয়ার' র‍্যাপার হানি সিংও মঞ্চে ওঠেন। ইয়ো ইয়ো হানি পরিবেশন করেন 'ব্লু আইজ', 'পার্টি অল নাইট' গানগুলি। গলা মেলান গ্যালারিতে উপস্থিত দর্শকরা। একটা সময় হানি সিংয়ের সঙ্গে এক মঞ্চে চলে আসেন হারনাজ, জ্যাকলিনও। সব শেষে তিনি 'লুঙ্গি ড্যান্স' গেয়ে মাতিয়ে দেন স্টেডিয়াম। এভাবেই সাঙ্গ হয় উদ্বোধনী অনুষ্ঠান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতীক্ষার অবসান। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল উইমেন প্রিমিয়ার লিগ।
  • শুক্রবার ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
  • ম্যাচের আগে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হল জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান।
Advertisement