shono
Advertisement
Tilak Varma

বিরাট ধাক্কা ভারতের, চোটের জন্য কিউয়ি সিরিজে নেই তারকা ব্যাটার! বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়

শীঘ্রই পরিবর্ত ঘোষণা করবে বিসিসিআই।
Published By: Subhajit MandalPosted: 09:32 AM Jan 08, 2026Updated: 02:24 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক একমাস আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল। গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক বর্মার (Tilak Varma)। এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। সরকারিভাবে এখনও বিসিসিআইয়ের তরফে ওই চোট নিয়ে কিছু জানানো না হলেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

এই মুহূর্তে রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিলক। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেট খেলাকালীনই তলপেটে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তিলকের চোট গুরুতর। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন। বিসিসিআইয়ের সেন্টার এক্সেলেন্সের চিকিৎসকদের কাছে তিলকের সমস্ত তথ্য পাঠানো হবে। অস্ত্রোপচার করা হবে নাকি আপাতত ওষুধ নিয়ে খেলা চালিয়ে যাবেন তিলক, সেই সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই।

ফাইল ছবি

শেষপর্যন্ত তিলককে অস্ত্রোপচার করাতে হলে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ তো বটেই বিশ্বকাপের শুরুতেও তাঁর খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, তিলক যে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না সেটা নিশ্চিত। দ্রুত তাঁর পরিবর্তও ঘোষণা করবে বিসিসিআই। বিশ্বকাপে তাঁকে খেলানো যাবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর। টুর্নামেন্টের শুরু থেকে তিলককে না পাওয়া গেলে তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া হতে পারে। তবে সেটা কোনওভাবেই শুভমান গিল হবেন না বলেই খবর।

তিলক যদি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ থেকে ছিটকে যান সেটা ভারতের জন্য বিরাট ধাক্কা হতে পারে। ইদানিং ব্যাট হাতে নিয়মিত পারফর্ম করছেন। টি-২০ দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। শেষপর্যন্ত তিলককে না পাওয়া গেলে গোটা দলের কম্বিনেশন বদলাতে হবে টিম ইন্ডিয়াকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক একমাস আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় দল।
  • গুরুতর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটার তিলক বর্মার।
  • এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে।
Advertisement