সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শক ঠাসা স্টেডিয়ামে মুহুর্মুহু আল্লাহু আকবর ধ্বনি। সেই ধ্বনি আরও জোরদার করতে দুহাত তুলে উৎসাহ দিচ্ছেন বাংলাদেশের অধিনায়ক। এমন দৃশ্যই দেখা গেল রবিবারের দুবাইতে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (U-19 Asia Cup) ফাইনাল খেলতে নেমেছিল ভারত ও বাংলাদেশ। সেই ম্যাচেই আল্লাহু আকবর ধ্বনি তুলে গলা ফাটালেন বাংলাদেশের সমর্থকরা।
এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সম্পর্ক কার্যত তলানিতে। দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই ম্যাচে উত্তেজনা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। নানা অপ্রীতিকর ঘটনার বিরূপ প্রভাবও ম্যাচের আগুন অনেকখানি উসকে দিয়েছিল। পাশাপাশি ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। তার প্রতিশোধ নেওয়ার ভাবনাও ছিল মেন ইন ব্লুর মধ্যে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ফেভারিট ছিল ভারত। কিন্তু ক্রিকেটমহলের ধারণাকে ভুল প্রমাণ করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
ম্যাচ জিতে মাঠের মধ্যেই 'সজদা' করতে দেখা যায় বাংলাদেশি ক্রিকেটারদের। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। ম্যাচ শেষ হওয়ার পর থেকে আবার আরেকটি ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। ম্যাচের একেবারে শেষ দিকে এসে ভারতের হার যখন প্রায় নিশ্চিত, সেই সময়ে গোটা স্টেডিয়াম জুড়ে আল্লাহু আকবর ধ্বনি তুলতে থাকেন দর্শকরা। দুবাইয়ে ম্যাচ হওয়া সত্ত্বেও রবিবার গ্যালারিতে অধিকাংশই ছিলেন বাংলাদেশ সমর্থক। প্রিয় দলকে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে সকলে ভিড় জমিয়েছিলেন।
স্টেডিয়ামের আল্লাহু আকবর ধ্বনি শুনে উৎসাহ দেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুহাত তুলে তিনি গ্যালারিকে উৎসাহ দিচ্ছেন, চিৎকার চালিয়ে যাওয়ার জন্য। সেই দেখে দ্বিগুণ উদ্যমে চিৎকার করতে থাকেন দর্শকরা। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এমনকি ধারাভাষ্যকাররাও অবাক হয়ে গিয়েছেন বিষয়টি দেখে।