shono
Advertisement
Umran Malik

শহরে গতির হুঙ্কার উমরানের, হাসি ফুটছে নাইট ম্যানেজমেন্টের মুখে

সৈয়দ মুস্তাক আলিতে দাপুটে ফর্মে উমরান।
Published By: Subhajit MandalPosted: 12:28 PM Nov 29, 2025Updated: 12:57 PM Nov 29, 2025

স্টাফ রিপোর্টার: দলকে জেতাতে পারেননি ঠিকই। তবে শুক্রবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উমরান মালিক যেভাবে বল করলেন, তা দেখে নিশ্চিতভাবেই স্বস্তির হাসি ফুটবে কেকেআর ম্যানেজমেন্টের মুখে। গত বছর নিলাম থেকে উমরানকে (Umran Malik) দলে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের জন্য মরশুম শুরুর আগেই ছিটকে যান জম্মু-কাশ্মীরের গতি দানব। তবে তাঁর উপর থেকে ভরসা হারায়নি কেকেআর।

Advertisement

গতবার আইপিএলের মাঝেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেন উমরান। এবারও নিলামের আগে তাঁকে 'রিটেন' করেছে নাইটরা। আর কলকাতায় সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির গ্রুপ পর্বে খেলতে এসে উমরান বুঝিয়ে দিচ্ছেন, তাঁর উপর ভরসা রেখে ভুল করেনি কেকেআর। বুধবার প্রথম ম্যাচে মহারাষ্ট্রের বিরুদ্ধে নিয়েছিলেন দু 'উইকেট। শুক্রবার দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নিলেন তিন উইকেট। ফেরালেন ফর্মে থাকা আরিয়ান জুয়াল, প্রতিপক্ষ অধিনায়ক করণ শর্ম এবং নাইট শিবিরে সতীর্থ তথা জাতীয় দলের তারকা রিঙ্কু সিংকে।

এর মধ্যে প্রথম দু'জনের ওপেনিং জুটি ভালো জায়গায় নিয়ে গিয়েছিল উত্তরপ্রদেশকে। সেখানে পালটা দেওয়ার কাজটা করলেন উমরানই। তাঁর আগুনে গতির হদিশই পাননি রিঙ্কুরা। চোট সারিয়ে ফিরে পারফর্ম করা প্রসঙ্গে উমরানের বার্তা, "মানসিকতা ঠিক থাকলে কিছুই সমস্যা নয়। খেলায় চোট লাগবেই। মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে। ইতিবাচক থাকতে হবে। আমি দেড়শো কিমি-তে বল করি। আর সেই কাজে আমার কোনও বিকল্প নেই। আপাতত আমি রাজ্য দলের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই। বাকিটা নির্বাচকদের উপর।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উমরান মালিক যেভাবে বল করলেন, তা দেখে নিশ্চিতভাবেই স্বস্তির হাসি ফুটবে কেকেআর ম্যানেজমেন্টের মুখে।
  • গত বছর নিলাম থেকে উমরানকে দলে নিয়েছিল কেকেআর।
  • চোটের জন্য মরশুম শুরুর আগেই ছিটকে যান জম্মু-কাশ্মীরের গতি দানব।
Advertisement