সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। তার একদিন পরেই ভেঙে গেল ঘরোয়া ক্রিকেটে পন্থের নজির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি হাঁকালেন গুজরাটের ক্রিকেটার উর্ভিল প্যাটেল। যদিও নিলামে কোনও দল পাননি তিনি।
২০১৮ সালে ৩২ বলে শতরান করেছিলেন ঋষভ পন্থ। এতদিন ঘরোয়া ক্রিকেটে সেটাই ছিল দ্রুততম সেঞ্চুরির নজির। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেই এই রেকর্ড গড়েছিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার। এদিন তা ভেঙে দিলেন উর্ভিল। ত্রিপুরার বিরুদ্ধে ৭টা চার ও ১২টা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত থামেন ৩৫ বলে ১১৩ রানে। ১৫৬ রানের লক্ষ্যে মাত্র ১০.২ ওভারেই পৌঁছে যায় তারা। গুজরাট ম্যাচ জেতে ৮ উইকেটে।
অবশ্য এটাই প্রথম নয়। গতবছরও ঝোড়ো সেঞ্চুরি করেছিলেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৪১ বলে ১০০ করেছিলেন উর্ভিল। এবার নিজের রেকর্ড ভাঙার সঙ্গে পন্থকেও টেক্কা দিলেন তিনি। গত মরশুমে তিনি গুজরাট টাইটান্সে ছিলেন। তবে উর্ভিলকে রিটেন করা হয়নি। এমনকী কোনও দল তাঁর জন্য বিডও করেনি আইপিএল মহা নিলামে।
যদিও একটুর জন্য বিশ্ব ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির ভাঙতে পারলেন না উর্ভিল। এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে শতরান করেছিলেন সাইপ্রাসের বিরুদ্ধে। এবার দেখার আইপিএলের আগে অন্য কোনও ক্রিকেটারের চোট-আঘাতের সমস্যার জেরে কোনও ফ্র্যাঞ্চাইজিতে শেষ মুহূর্তে তাঁর জায়গা হয় কিনা?