shono
Advertisement
Rohit Sharma

‘বড়া পাও খাবেন নাকি?’, দর্শকদের চমকে দেওয়া উত্তর রোহিতের, ভিডিও ভাইরাল

স্রেফ হিটম্যানকে দেখতেই জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক।
Published By: Prasenjit DuttaPosted: 10:47 AM Dec 25, 2025Updated: 06:48 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বড়া পাও খাবেন নাকি?' জয়পুর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে বলে উঠলেন একজন। যাঁকে তিনি প্রশ্নটি করলেন তিনি আর কেউ নন, স্বয়ং রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যানও তাঁকে হতাশ করেননি। হাসিমুখে হাত নেড়ে উত্তর দিয়েছেন। ভাইরাল এই ভিডিও ইতিমধ্যেই ভক্তদের মনজয় করে নিয়েছে। 

Advertisement

সেই ২০১৬ সালে তিনি মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে নেমেছিলেন। আট বছর পর এই ঘরোয়া প্রতিযোগিতায় ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। সিকিমের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে রোহিত মাত্র ৯৪ বলে খেলেন ১৫৫ রানের ইনিংস। স্রেফ হিটম্যানকে দেখতেই জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার দর্শক।

সিকিমের ইনিংসের কোনও এক সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন রোহিত। সেই সময় এক দর্শক তাঁকে এই প্রশ্নটি করে বসেন। প্রত্যুত্তরে রোহিত হাসিমুখে হাত নেড়ে জানান, বড়া পাও খাবেন না। একটা সময় অনেকেই সন্দিহান ছিলেন, হিটম্যানের ফিটনেস নিয়ে। মাঝখানে দেখা গিয়েছিল, তাঁর শরীরে অতিরিক্ত মেদ। যা নিয়ে রীতিমতো ট্রোল হতে হয়েছিল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। সেই রোহিত নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন। রীতিমতো ডায়েট পালন করে ১০ কেজির বেশি ওজন কমিয়েছেন।

এমন ‘অসম্ভব’কে মাত্র চার মাসে সম্ভব করেছেন তিনি। বরাবরই খাদ্যপ্রেমী রোহিত শর্মা। ভাত-ডাল, বড়া পাও, বাটার চিকেন, বিরিয়ানি প্রীতির কথা অনেকেই জানেন। কিন্তু পুষ্টিবিদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন। কার্বোহাইড্রেট, ভাজা খাবার এবং ক্যালোরি সমৃদ্ধ খাবারের থেকে মুখ ফিরিয়েছেন তিনি। ফিটনেস ধরে রাখতে শৃঙ্খলাই যে সব, তা বারবার বুঝিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে পর কেক কেটে সেলিব্রেশন করেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। যশস্বী জয়সওয়াল কেক অফার করলে রোহিত তাতে রাজি না হয়ে বলেছিলেন, "মোটা হো জাউঙ্গা ম্যায় বাপাস" (আমি আবার মোটা হয়ে যাব)। নিজের ফিটনেস নিয়ে তিনি যে কতটা সচেতন, সেটাই ফুটে উঠেছিল সেদিন। উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৩৬ রান করে সিকিম। জবাবে মাত্র ৩০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মুম্বই। তবে ম্যাচের মধ্যে রোহিতের মনোভাব প্রশংসা কুড়িয়ে নিয়েছে নেটিজেনদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বড়া পাও খাবেন নাকি?' জয়পুর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে বলে উঠলেন একজন।
  • যাঁকে তিনি প্রশ্নটি করলেন তিনি আর কেউ নন, স্বয়ং রোহিত শর্মা।
  • হিটম্যানও তাঁকে হতাশ করেননি। হাসিমুখে হাত নেড়ে উত্তর দিয়েছেন।
Advertisement