shono
Advertisement

Breaking News

Vaibhav Suryavanshi

কোহলিকে 'বিরাট' টেক্কা! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নয়া নজির বৈভবের

Virat Kohli: টুর্নামেন্ট বদলায়, মাঠ বদলায়। কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়ের ছবিটা একই থাকে। বাইশ গজে তিনি নামলেই নজির হয়।
Published By: Prasenjit DuttaPosted: 04:44 PM Jan 17, 2026Updated: 06:04 PM Jan 17, 2026

টুর্নামেন্ট বদলায়, মাঠ বদলায়। কিন্তু বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়ের ছবিটা একই থাকে। বাইশ গজে তিনি নামলেই নজির হয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রাথমিক চাপ সামলে ঝোড়ো ইনিংস উপহার দিয়ে ইতিহাসে নাম তুলে নিল ১৪ বছরের বিস্ময় প্রতিভা। শনিবার বিরাট কোহলিকে টপকে গেল বাঁহাতি ওপেনার।

Advertisement

যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাটকে পিছনে ফেলল বৈভব (Vaibhav Suryavanshi)। ২৮ ম্যাচে বিরাটের রান ছিল ৯৭৮। শনিবার শুরুতেই সেই রান পেরিয়ে যায় সে। ৬৭ বলে ৭২ রানের ইনিংসের পর বিরাটকে ছাপিয়ে বৈভবের রান এখন ১,০২৬। মাত্র ২০ ইনিংসে বিহারের তারকা ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বৈভব এখন সাতে।

বৈভবের ঠিক আগে রয়েছেন সরফরাজ খান। ৩৩ ম্যাচে তাঁর রান ১,০৮০। ১৬ ম্যাচে ১,১৪৯ রানে রয়েছেন শুভমান গিল। তালিকায় তিনি পঞ্চম। ৩৬ ম্যাচে ১,৪০৪ রান করে তালিকায় প্রথম স্থানে বিজয় জোল। এরপর যশস্বী জয়সওয়াল (১৩৮৬), তন্ময় শ্রীবাস্তব (১৩১৬ও), উন্মুক্ত চাঁদ (১১৪৯)।

উল্লেখ্য, শনিবার ২৭ রান করতেই যুব ওয়ানডেতে হাজার রান পূর্ণ করে সে। তার ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে। যদিও শুরুতে বেশ কিছুটা চাপে ছিল বৈভব। তার ওপেনিং সঙ্গী আয়ূষ মাত্রে সাজঘরে ফেরেন মাত্র ৬ রানে। বেদান্ত ত্রিবেদি (০), বিহান মালহোত্রা (৭) ব্যর্থ হন। ৮০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন অভিজ্ঞান কুণ্ডু। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের রান ৩৯ ওভারে ৬ উইকেটে ১৯২ রান। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর ফের শুরু হয় ম্যাচ। তবে ভারতের ইনিংস ২৩৮ রানের বেশি এগোয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement