shono
Advertisement

Breaking News

Vaibhav Suryavanshi

দুরন্ত ফর্মে থাকা বৈভব বিশ্বকাপে খেলার 'ছাড়পত্র' পাবেন? কী বলছে আইসিসির নিয়ম!

দেশের মাটিতে বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন অধরাই থাকবে বিহারের কিশোরের?
Published By: Anwesha AdhikaryPosted: 07:47 PM May 01, 2025Updated: 07:47 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলে হইচই ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী। ক্রিকেটবোদ্ধাদের অনেকেই দাবি করছেন, এখনই জাতীয় দলে খেলানো উচিত বৈভবকে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপেও বিস্ময় বালককে খেলানোর দাবি তুলেছেন অনেকে। কিন্তু দারুণ পারফর্ম করলেও ২০২৬ বিশ্বকাপে হয়তো খেলতে পারবেন না বৈভব। কিন্তু কেন?

Advertisement

আইসিসির নিয়ম অনুযায়ী, সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ন্যূনতম ১৫ বছর বয়স হতে হয়। আপাতত বৈভবের বয়স ১৪ বছর ৩৪ দিন। আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ খেলা হবে, সম্ভবত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলতে হবে। কিন্তু সেই সময়ে বৈভবের বয়স কোনওমতেই ১৫ বছর হবে না। ২০২৬ সালের ২৭ মার্চের পর তার বয়স হবে ১৫ বছর, কিন্তু ততদিনে টি-২০ বিশ্বকাপ সম্ভবত শেষ হয়ে যাবে।

তাহলে কি দেশের মাটিতে বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন অধরাই থাকবে বিহারের কিশোরের? আইসিসির নিয়মে অবশ্য একটি ব্যতিক্রমও রয়েছে। বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সি কোনও ক্রিকেটারের যদি খেলার পর্যাপ্ত অভিজ্ঞতা, পরিণত মানসিকতা এবং শারীরিক প্রস্তুতি থাকে, তাহলে ওই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে আইসিসির কাছে চিঠি লিখতে হবে বিসিসিআইকে। আইসিসির অনুমতি পেলে মাঠে নামতেই পারে বিহারের বিস্ময় বালক।

উল্লেখ্য আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানও এখন তার নামের পাশে। গতবছর আইপিএল নিলাম থেকেই বিহারের বৈভবের রেকর্ড গড়ার যাত্রা শুরু। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএল নিলামে দল পেয়েছিল সে। আইপিএল মহানিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে তার। আইপিএল জীবনের শুরুটাই করেছে ছক্কা হাঁকিয়ে। কিশোর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইসিসির নিয়ম অনুযায়ী, সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ন্যূনতম ১৫ বছর বয়স হতে হয়।
  • আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ খেলা হবে, সম্ভবত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে।
  • মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছে বৈভব।
Advertisement