shono
Advertisement
Varun Chakaravarthy

মুম্বই-হায়দরাবাদ ম্যাচে বিতর্কিত 'নো' বল, এখনই নিয়ম বদলের দাবি কেকেআরের বরুণের

কোন নিয়মে বদলের কথা বলছেন কেকেআরের রহস্য স্পিনার।
Published By: Subhajit MandalPosted: 11:18 AM Apr 18, 2025Updated: 01:13 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলার নো বল করেননি। সঠিকভাবে ক্যাচ ধরলেন ফিল্ডার। তাও উইকেট মিলল না। উলটে বলটি নো বল হল। খেসারত হিসাবে 'ফ্রি হিট' হজম করতে হল। বৃহস্পতিবার হায়দরাবাদ-মুম্বই ম্যাচে এমনই একটি কাণ্ড ঘটল। আর সেটা হল উইকেটরক্ষকের ভুলে। যা নিয়ে আবার ক্ষোভপ্রকাশ করলেন কেকেআরের বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।

Advertisement

ঠিক কী হয়েছিল মুম্বই-হায়দরাবাদ ম্যাচে?

হায়দরাবাদের বিরুদ্ধে ১৬৩ রান তাড়া করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দেন মুম্বইয়ের রায়ান রিকেলটন। সেসময় বল করছিলেন জিশান আনসারি। রিকেলটনের ভুল শটে বল শূন্যে উঠে যায়। নিখুঁতভাবে ক্যাচ লুফে নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছিলেন রিকেলটন। কিন্তু থার্ড আম্পায়ার তাঁকে অপেক্ষা করতে বলেন। পরে রিপ্লেতে দেখা যায়, রিকেলটন যখন বল মেরেছেন তখন উইকেটরক্ষক ক্লাসেনের গ্লাবস পিচের মধ্যে চলে এসেছে।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বল ক্রিজ পেরনোর আগে কিপারের গ্লাভস ক্রিজে ঢুকে গেলে সেটাকে 'নো' বল হিসাবে গণ্য করা হয়। সেই নিয়মেই নো বল ডাকেন আম্পায়ার। ফলে রিকেলটনের উইকেটটা শুধু বেঁচে গেল তাই নয়, একই সঙ্গে একটি ফ্রি হিটও পেলেন তিনি।

মুম্বই ম্যাচের ওই নো বল দেখে আবার বিরক্তি প্রকাশ করেছেন কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণের বক্তব্য, এভাবে নো বল হওয়াটা বোলারদের জন্য সমস্যার। বিনা দোষে বোলারদের শাস্তি পেতে হচ্ছে। তিনি সোশাল মিডিয়ায় লিখছেন, "এভাবে উইকেটরক্ষকের গ্লাভস যদি উইকেটের সামনে চলে আসে, তা হলে ডেড বল ঘোষণা করা উচিত। কোনওভাবেই নো বল দেওয়া উচিত নয়। বা ফ্রি হিট দেওয়া উচিত নয়। এক্ষেত্রে বোলারের দোষটা কোথায়? এক্ষেত্রে উইকেটরক্ষককে সতর্ক করা উচিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বল ক্রিজ পেরনোর আগে কিপারের গ্লাভস ক্রিজে ঢুকে গেলে সেটাকে 'নো' বল হিসাবে গণ্য করা হয়।
  • সেই নিয়মেই নো বল ডাকেন আম্পায়ার।
  • ফলে রিকেলটনের উইকেটটা শুধু বেঁচে গেল তাই নয়, একই সঙ্গে একটি ফ্রি হিটও পেলেন তিনি।
Advertisement