shono
Advertisement
Vijay Hazare Trophy

বিজয় হাজারের প্রথম ম্যাচেই বড় জয় বাংলার, শামিহীন ম্যাচে নায়ক অভিষেক

মুস্তাক আলি ট্রফিতে অনবদ্য ফর্মে ছিলেন অভিষেক। এবার বিজয় হাজারেতেও নজর কাড়ছেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 05:17 PM Dec 21, 2024Updated: 05:17 PM Dec 21, 2024

দিল্লি: ২৭২/৭ (অনুজ রাওয়াত ৭৯, হিম্মত সিং ৬০)
বাংলা: ২৭৪-৪ (অভিষেক ১৭০, অনুষ্টুপ ৩৭)
বাংলা ৬ উইকেটে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিশ্বাস্য সেঞ্চুরি অভিষেক পোড়েলের। বিজয় হাজারের প্রথম ম্যাচেই বড় জয় বাংলার। দিল্লিকে ৬ উইকেটে হারালেন লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। শামির অনুপস্থিতি বঙ্গ বোলিং বিভাগের নেতৃত্ব দিলেন মুকেশ কুমার।

এদিন হায়দরাবাদে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। মাত্র ৩৬ রানের মধ্যেই দুই উইকেট খুইয়ে ফেলে তারা। এরপর অবশ্য বৈভব কাণ্ডপাল (৪৭), আয়ুশ বাদোনিরা (৪১) ঘুরে দাঁড়ান। শেষদিকে হিম্মত সিং এবং অনুজ রাওয়াতের জোড়া অর্ধশতরানে ভর করে দিল্লি ৭ উইকেটে ২৭২ রান তোলে দিল্লি। হিম্মত ৬০ এবং অনুজ ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। বাংলার হয়ে ৪টি উইকেট তোলেন মুকেশ কুমার।

জবাবে ব্যাট করতে নেমে কার্যত একার হাতে বাংলাকে জিতিয়ে দিলেন অভিষেক পোড়েল। ১৩০ বলে অপরাজিত ১৭০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন বঙ্গ উইকেটরক্ষক। মোট ১৮টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। অভিষেকের ব্যাটিং দাপটে ৪১ ওভার ৩ বলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। গত আইপিএল থেকেই অভিষেক নির্বাচকদের নজরে রয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও অনবদ্য ফর্মে ছিলেন তিনি। এবার বিজয় হাজারেতেও নজর কাড়ছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী দিনে জাতীয় নির্বাচকরাও তাঁর কথা ভাবতে বাধ্য হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবিশ্বাস্য সেঞ্চুরি অভিষেক পোড়েলের। বিজয় হাজারের প্রথম ম্যাচেই বড় জয় বাংলার।
  • দিল্লিকে ৬ উইকেটে হারালেন সুদীপ ঘরামীরা।
  • শামির অনুপস্থিতি বঙ্গ বোলিং বিভাগের নেতৃত্ব দিলেন মুকেশ কুমার।
Advertisement