সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ তাঁর পরিচালিত কোম্পানি প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতারণা করেছে। যার পরিমাণ ২৩ লক্ষ টাকা। অভিযোগ, কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি প্রাক্তন কেকেআর ব্যাটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বেঙ্গালুরুর পুলকেশিনগরের পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছেন।
উত্থাপ্পা সেঞ্চাউরুস লাইফস্টাইল ব্র্যান্ডস নামক একটি কোম্পানির ডিরেক্টর। সেই কোম্পানি প্রভিডেন্ট ফান্ডের ২৩ লক্ষ ৩৬ হাজার ৬০২ টাকা বকেয়া অর্থ জমা করেনি। সেই কারণে তাঁর বিরুদ্ধে ৪ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে উত্থাপ্পার হাতে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। যদি তার মধ্যে তিনি বকেয়া অর্থ জমা না করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে, সেখানে উত্থাপ্পা বর্তমানে থাকেন না। গত এক বছর তিনি দুবাইয়ে থাকেন বলেই খবর। উত্থাপ্পার থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পুলিশের তরফ থেকে বলা হয়েছে, "আমরা একসপ্তাহ আগে পিএফ অফিস থেকে চিঠি পাই। যেখানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়। উত্থাপ্পা আগে পুলকেশিনগরের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। আমাদের প্রতিনিধিরা সেই জায়গায় গিয়ে জানতে পারেন, গত একবছর ধরে তিনি সেখানে থাকেন না। বর্তমানে তিনি দুবাইয়ে থাকেন। আমরা এই বিষয়ে পিএফ অফিসের সঙ্গে কথা বলেছি।"
উল্লেখ্য, ২০২২ সালে ক্রিকেট থেকে অবসর নেন উত্থাপ্পা। ২০০৬ সালে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে ৪৬টি ওয়ানডেতে ৯৩৪ রান ও ১৩টি টি-টোয়েন্টিতে ২৪৯ রান করেছে। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। কেকেআরের হয়েও আইপিএল জিতেছেন। ২০১৪ সালে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।