shono
Advertisement

Breaking News

Vinod Kambli Health Update

মস্তিষ্কে জমেছে রক্ত, নিখরচায় আজীবন কাম্বলির চিকিৎসার ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষের

পাকিস্তান থেকেও কাম্বলির সুস্থতার জন্য প্রার্থনা করা হচ্ছে।
Published By: Arpan DasPosted: 09:41 AM Dec 24, 2024Updated: 01:10 PM Dec 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিনোদ কাম্বলি। ঠিক কী হয়েছে তাঁর? ডাক্তাররা জানাচ্ছেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। থানের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ওই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, কাম্বলির (Vinod Kambli) আজীবনের চিকিৎসা বিনামূল্যে করা হবে।

Advertisement

সাম্প্রতিক সময়ে কাম্বলির অসুস্থতা নিয়ে বারবার উদ্বেগ বেড়েছে। নিজের অসুস্থতা নিয়ে মুখও খুলেছিলেন কাম্বলি। তিনি জানিয়েছিলেন, প্রস্রাবের সংক্রমণে ভুগছেন। জানা যাচ্ছে, এই সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ক্রিকেটার। তারপর কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে একাধিক পরীক্ষা হয়। তখনই ধরা পড়ে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। মঙ্গলবারও কাম্বলির শারীরিক পরীক্ষা হবে।

কাম্বলি নিজে বলছেন, "আমি ডাক্তারদের জন্যই বেঁচে আছি। তাঁরা আমাকে যা বলবেন, তাই করব।" হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, কাম্বলি আজীবন নিখরচায় চিকিৎসা পাবেন। প্রাক্তন ক্রিকেটারের ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কৌতো জানিয়েছেন, কাম্বলি এখন অনেকটাই সুস্থ আছেন। অন্যদিকে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বর্ডারের দুপারের মানুষদের বলেন কাম্বলির জন্য প্রার্থনা করতে।

মাসখানেক আগে একবার কাম্বলি অজ্ঞান হয়ে যান। এর আগে ২০১৩ সালে দুবার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন শচীন তেণ্ডুলকর। সম্প্রতি কাম্বলি অসুস্থ হওয়ার পর সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছিলেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। তবে তার জন্য একটি শর্তও ছিল। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। তবেই পুরো খরচ দিতে তৈরি ছিলেন কপিল দেবরা। উল্লেখ্য, কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত শনিবার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিনোদ কাম্বলি।
  • ঠিক কী হয়েছে তাঁর? ডাক্তাররা জানাচ্ছেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। থানের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
  • ওই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, কাম্বলির সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে করা হবে।
Advertisement