shono
Advertisement

Breaking News

Virat Kohli

সন্তানদের ছবি তুলছেন কেন? মহিলা সাংবাদিকের উপর রেগে কাঁই কোহলি, ভিডিও ভাইরাল

মেলবোর্নে পৌঁছতেই অজি সংবাদমাধ্যমের সঙ্গে বচসায় বিরাট।
Published By: Anwesha AdhikaryPosted: 02:27 PM Dec 19, 2024Updated: 03:57 PM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে পৌঁছতেই অজি সংবাদমাধ্যমের 'কোপে' পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার ভারতীয় দল মেলবোর্নে পৌঁছয়। কিন্তু বিমানবন্দরেই এক সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট। জানা গিয়েছে, কিং কোহলির সন্তানদের ছবি তোলা নিয়েই সমস্যা শুরু হয় দুপক্ষে।

Advertisement

পরিবার এবং সন্তানদের গোপনীয়তা নিয়ে বরাবরই খুব সচেতন বিরাট কোহলি। সবসময় সাংবাদিকদের তিনি অনুরোধ করেন সন্তানদের ছবি না তুলতে। কিন্তু মেলবোর্নে নামতেই একঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট ও তাঁর পরিবারের দিকে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকের সঙ্গে।

ঠিক কী ঘটেছে মেলবোর্ন বিমানবন্দরে? সূত্রের খবর, পরিবারের সঙ্গে বিমানবন্দর থেকে বেরচ্ছিলেন বিরাট। সেই সময়েই অজি সংবাদমাধ্যম চ্যানেল ৭-এর এক সাংবাদিক ক্যামেরা নিয়ে এগিয়ে আসেন। সপরিবার বিরাটের ছবি তুলতে শুরু করেন। তবে সেই সময়ে বাধা দেন তারকা ক্রিকেটার। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে। এই কথা বলে খানিকটা এগিয়ে যান বিরাট।

কিন্তু বিরাটকে উদ্দেশ্য করে ওই সাংবাদিক বলেন, বিমানবন্দর একটি পাবলিক প্লেস। তাই ছবি তুলতে গেলে অনুমতির প্রয়োজন নেই। সেই কথা শুনেই পালটা সুর চড়িয়ে এগিয়ে আসেন বিরাট। খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত অবশ্য সমস্যা মেটে। করমর্দন করতে দেখা যায় দুজনকে।

উল্লেখ্য, ক্রিকেটারদের বিপাকে ফেলার জন্য অজি সংবাদমাধ্যমের 'দুর্নাম' রয়েছে। এবার তাদের রোষে পড়লেন বিরাট। প্রসঙ্গত, কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান বিরাট। তাই সংবাদমাধ্যমকে সবসময়ই অনুরোধ করেন সন্তানদের ছবি না তোলার জন্য। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না বিরুষ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবার-সন্তানদের গোপনীয়তা নিয়ে বরাবরই খুব সচেতন বিরাট কোহলি।
  • পরিবারের সঙ্গে বিমানবন্দর থেকে বেরচ্ছিলেন বিরাট। সেই সময়েই অজি সংবাদমাধ্যম চ্যানেল ৭-এর এক সাংবাদিক ক্যামেরা নিয়ে এগিয়ে আসেন।
  • ক্রিকেটারদের বিপাকে ফেলার জন্য অজি সংবাদমাধ্যমের 'দুর্নাম' রয়েছে। এবার তাদের রোষে পড়লেন বিরাট।
Advertisement