সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে অনেক কথা হয়েছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ২০২৭-র বিশ্বকাপ কি খেলবেন? সেই নিয়ে নিজেই মুখ খুললেন তিনি।
বর্ডার গাভাসকর ট্রফিতে চেনা ফর্মে ছিলেন না। এমনকী ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৮৪ রান। ফাইনালে যদিও রান পাননি। তাতেও ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার।
এবার কি ২০২৭-র বিশ্বকাপ লক্ষ্য? সেটাও পরিষ্কার করে দিলেন কোহলি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, "আমার পরবর্তী লক্ষ্য কী? এখনও ঠিক জানি না। সম্ভবত ২০২৭-র বিশ্বকাপ জেতা।" পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। গত দশ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলে ছিলেন কোহলি। এবার যদি ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেন, তাতে ষোলকলা পূর্ণ হবে বলে মনে করছেন ক্রিকেটভক্তরা।
অনেকে আবার মনে করছেন ২০২৩-র বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের কথা। দেশের মাঠে গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকেও ফাইনালে হার মানতে হয় টিম ইন্ডিয়াকে। কোহলি সেখানে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন। ১১ ম্যাচে করেছিলেন ৭৬৫ রান। ২০১১-র বিশ্বকাপ জয়ী দলে থাকলেও ২০২৩-এ বিশ্বকাপ অধরা থেকেছে কোহলির। ২০২৭-এ সেই স্বপ্নপূরণই যে লক্ষ্য, সেটা সাফ জানিয়ে দিলেন তিনি।