shono
Advertisement
Virat Kohli

বিরাটের রনজি প্রত্যাবর্তন ম্যাচে বিশৃঙ্খলা, ভিড় সামলাতে হিমশিম পুলিশ, পদপিষ্ট বহু

দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের।
Published By: Subhajit MandalPosted: 10:55 AM Jan 30, 2025Updated: 02:30 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর রনজিতে প্রত্যাবর্তন কিং কোহলির (Virat Kohli)। বিনামূল্যে সেই ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক আসবেন, সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু দিল্লির স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে গেল। যার জেরে হুড়োহুড়ি। কার্যত পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। যার জেরে বেশ কয়েকজন আহত হন। এখনও দিল্লির স্টেডিয়ামের বাইরে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো।

Advertisement

স্টেডিয়ামের বাইরে ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও ভিড় নিয়ন্ত্রণ করা গেল না। সকাল আটটা থেকে স্টেডিয়ামে ভিড় জমানো শুরু করেন সমর্থকরা। এদিন দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন। কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। স্টেডিয়ামের ভিতরেও ভিড় সামলাতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়। শেষ মুহূর্তে একাধিক গ্যালারিও খুলতে হয়।

দীর্ঘ ১২ বছর পর রনজি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। সেকারণেই দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। খেলার প্রথম দিনেই অন্তত ১০ হাজার দর্শক স্টেডিয়ামে এসেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। বিরাট ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে দিল্লির ক্রিকেট সংস্থা। তাতেও এড়ানো গেল না বিশৃঙ্খলা।

প্রথমে ঠিক ছিল এই ম্যাচ লাইভ স্ট্রিমিং করানো হবে না। বিসিসিআই জানায়, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমায়। কর্নাটক বনাম হরিয়ানা, বাংলা বনাম পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর বনাম বরোদা। কিন্তু কোহলিকে ঘিরে সমর্থকদের উন্মাদনের কথা ভেবে শেষবেলায় সেই সূচিতে বদল করা হয়েছে। তড়িঘড়ি জিওসিনেমা দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে। ম্যাচটি দেখাও যাচ্ছে জিওসিনেমায়। তাও স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন দর্শকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২ বছর রনজিতে প্রত্যাবর্তন কিং কোহলির।
  • বিনামূল্যে সেই ম্যাচে দেখতে হাজার হাজার দর্শক আসবেন, সেটা প্রত্যাশিত ছিল।
  • কিন্তু দিল্লির স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে গেল। যার জেরে হুড়োহুড়ি।
Advertisement