shono
Advertisement
Virat Kohli

'পুরো আমার যমজ', রোহিতকে ডেকে দেখালেন কোহলি! বিরাট দর্শনে কী অনুভূতি 'ছোটা চিকু'র?

ওই খুদে ভক্তর নাম গর্বিত উত্তম। তবে এখন তাঁকে নেটদুনিয়া চেনে 'ছোটা চিকু' নামে। এই নামটা খোদ কোহলিই তাঁকে দিয়েছেন। কারণ কোহলির ডাক নামও 'চিকু'।
Published By: Arpan DasPosted: 12:39 PM Jan 13, 2026Updated: 12:39 PM Jan 13, 2026

যেন নিজেরই ছোটবেলা। বরোদায় ভারতের প্রথম ম্যাচের আগে বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল তাঁর 'যমজে'র। নিজের ‘ছোটবেলার’ সঙ্গে দেখা করে হাসি থামছিল না কোহলির মুখেও। এমনকী পরে রোহিত শর্মাকে বলেন, 'দেখো আমার ডুপ্লিকেট দাঁড়িয়ে আছে।' সেই খুদে ভক্ত গর্বিত উত্তম জানাল, কোহলির সঙ্গে কী কথা হয়েছিল।

Advertisement

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ভাইরাল হয় কোহলির একটি ছবি। মুখে চওড়া হাসি, সামনে কয়েকজন খুদে ভক্ত। তার মধ্যে একজনের মুখের আদল ঠিক বিরাটের মতো। যেন তাঁর যমজ। বিরাটের সঙ্গে সেই খুদে ভক্তর মিষ্টি মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায়।

ওই খুদে ভক্তর নাম গর্বিত উত্তম। তবে এখন তাঁকে নেটদুনিয়া চেনে 'ছোটা চিকু' নামে। এই নামটা খোদ কোহলিই তাঁকে দিয়েছেন। কারণ কোহলির ডাক নামও 'চিকু'। গর্বিত বলছে, "কোহলির স্টাইল ও অরা আমার ভালো লাগে। আমি একবার ওঁর নাম ধরে ডাকি। উনি ঘুরে আমাকে দেখতে পেয়ে এগিয়ে আসেন। তখন বলেন, পরে এসে কথা বলবেন। তারপর রোহিত শর্মাকে বলেন, 'ওই দেখো, আমার ডুপ্লিকেট' দাঁড়িয়ে আছে।' উনি আমাকে ছোটা চিকু বলে ডাকেন। আমি কেএল রাহুল, অর্শদীপ সিং ও রোহিত শর্মার সঙ্গেও দেখা করেছি।"

৮ বছর বয়সি গর্বিতের আদি বাড়ি হরিয়ানার পঞ্চকুলায়। তবে বাবার চাকরি সূত্রে হিমাচল প্রদেশে থাকে। ক্রিকেটের প্রতি প্রচণ্ড টান। কোহলি তাঁকে আরও বলেন, "আজ থেকে তুমি আমার বন্ধু।" অন্যদিকে গর্বিতের বাবা সুরেন্দ্র সিং জানান, "আমরা কখনও ভাবিনি আমাদের ছেলে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। আশা করি, একদিন ও বিরাটের মতো বিখ্যাত হবে। এমনকী ও তো কোহলির মতো ব্যাট করার চেষ্টা করে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement