বিরাট কোহলি। যেন শুধু ক্রিকেটার নন, দেশের ক্রিকেটভক্তদের কাছে আবেগের অন্য নাম, একরাশ ভালোবাসা। তাঁকে মাঠে দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট থেকে এল ১২৪ রান। এরপর দীর্ঘ অপেক্ষা। ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কোহলিকে?
বিরাট কোহলি মানেই রেকর্ড। ইন্দোরে আন্তর্জাতিক কেরিয়ারের ৮৫ তম সেঞ্চুরিটা হয়ে গেল। ওয়ানডের নিরিখে ৫৪। সেই সফরে তিনি ছাপিয়ে গেলেন প্রাক্তন অজি তারকা রিকি পন্টিংকে। তিন নম্বরে নেমে ওয়ানডেতে তাঁর রান ১২৬৫৫। আর কোহলি এখন ১২,৬২২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিও (১০) তাঁর নামে।
টি-টোয়েন্টি ও টেস্ট, দুই ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন। এখন শুধু খেলেন ওয়ানডে-তে। সমস্যা হল এই ওয়ানডে ফরম্যাটটি ইদানিং আর বেশি খেলা হয় না। ২০২৬ সালেও তাঁর মাঠে নেমে খেলতে দেখা যাবে হাতে গোনা কয়েকটি ম্যাচে। হিসাব বলছে, অবসর গ্রহণ না করলে, চোট না পেলে বা কোনওভাবে দল থেকে বাদ না পড়লে ২০২৬ সালে অন্তত ১৫ বার মাঠে নামবেন তিনি। তার মধ্যে তিনটি ম্যাচ হয়ে গেল।
দেশের হয়ে ফের তাঁকে খেলতে দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। তখন আবার ভারতের জার্সিতে দেখা যাবে কোহলিকে। অর্থাৎ প্রায় ছ'মাস অপেক্ষা। তবে তারপর অবশ্য ততটাও অপেক্ষা করতে হবে না। জুলাই মাসেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানেও তিনটি ওয়ানডে খেলার কথা। এর পর বছর শেষে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি করে ওয়ানডে খেলার কথা মহাতারকার। যদি না চোট বা অন্য কারণে ছিটকে যান বা বিশ্রাম দেওয়া হয়।
এর বাইরে অন্তত ১৪টি ম্যাচ আইপিএলে খেলার কথা তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি নক আউটে ওঠে তাহলে সেই সংখ্যাটা বাড়তে পারে। এছাড়া আছে রনজি ট্রফি। সেখানে রো-কো'র মুখোমুখি হওয়ার সম্ভাবনা।
