সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনের নতুন ঠিকানা চেন্নাই সুপার কিংস। এমনও জল্পনা রয়েছে, রাজস্থানের সঞ্জুর বিচ্ছেদের নেপথ্যে নাকি তাঁরই সতীর্থ রিয়ান পরাগ। গত আইপিএলে সঞ্জু যখন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন, রাজস্থানের অধিনায়কত্ব সামলেছিলেন রিয়ান। কিন্তু এবার রাজস্থানে 'ঘরওয়াপসি' হয়েছে রবীন্দ্র জাদেজার। অনেকেই মনে করছেন, জাড্ডুর মাথায় উঠবে অধিনায়কত্বের তাজ। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএলেও কি রাজস্থানকে নেতৃত্ব দেবেন তিনি? মুখ খুলেছেন রিয়ান স্বয়ং।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের নেতৃত্বে রয়েছেন রিয়ান। গত আইপিএলে ২৪ বছর বয়সি এই ক্রিকেটার ৮ ম্যাচে অধিনায়ক ছিলেন। দলে যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও রিয়ানকেই অধিনায়ক বেছে নিয়েছিল রাজস্থান। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "গত মরশুমে আইপিএলে আমি সাত থেকে আটটি ম্যাচে অধিনায়কত্ব করেছি। ড্রেসিংরুমে আমরা আলোচনা করতাম। মনে হয় ৮০ থেকে ৮৫ শতাংশ ক্ষেত্রেই আমি ঠিক ছিলাম।"
তবে আগামী আইপিএলে তিনি ক্যাপ্টেন থাকবেন কি না, তা নিয়ে ভাবছেন না রিয়ান। রাজস্থানের মালিক মনোজ বাদালে ইঙ্গিত দিয়েছেন, এ ব্যাপারে ১৬ ডিসেম্বর নিলামের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, "মনোজ স্যর বলেছেন, নিলামের পরে এ ব্যাপারে নেওয়া হবে। তবে এসব নিয়ে এখনই কিছু ভাবছি না। এখন এসব ভাবলে তো মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে। টিম ম্যানেজমেন্ট আমি ক্যাপ্টেন হিসাবে উপযুক্ত মনে করলে আমি তৈরি। তারা যদি মনে করে, একজন খেলোয়াড় হিসাবে, আমি আরও বেশি অবদান রাখতে পারি, তার জন্যও প্রস্তুত।"
রিয়ান আরও বলেন, "অনেকেই মনে করেন অধিনায়কত্ব করা সহজ। কিন্তু এই ধারণা ঠিক নয়। এটা ঠিক যে, নেতৃত্ব দিলে জনপ্রিয় হওয়া যায়। তবে কেবল নেতৃত্ব দিলেই তো হয় না। আপনাকে তখন বিভিন্ন মিটিংয়ে যোগ দিতে হয়। স্পনসর শুটিংয়ে যেতে হয় কিংবা মিডিয়ার সামনে উত্তর দিতে হয়। একজন মানুষ হিসাবেও আমাকে এগুলো বিকাশ করতে হবে।"
উল্লেখ্য, গতবছর চোটের জন্য আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে ছিলেন না সঞ্জু। সেই জায়গায় রাজস্থানের নেতৃত্ব সামলেছিলেন রিয়ান। এমন নয় যে, রাহুল দ্রাবিড়ের দল তাতে সাফল্য পেয়েছিল। সূত্রের খবর, সঞ্জু চলে যাওয়ার পর রাজস্থান রয়্যালস নতুন নেতার সন্ধানে রয়েছে। তাদের দলে রয়েছে রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটার। তাঁদের ডিঙিয়ে কি রিয়ান পরাগকে ফের একবার অধিনায়ক হিসাবে দেখা যাবে, সময়ই দেবে এর উত্তর।
