shono
Advertisement
WPL Auction

ইতিহাস দীপ্তির, শেষ লগ্নে বাজিমাত প্রতীকার, একনজরে মহিলা আইপিএল নিলামের খুঁটিনাটি

ক্রিকেটমহলকে চমকে দিয়েছেন শিখা পাণ্ডে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:58 PM Nov 27, 2025Updated: 09:58 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হল মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবারের নিলামে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি দাম পেলেন সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। ৩ কোটি ২০ লক্ষ টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি অ্যামেলিয়া কের। ৩ কোটি দাম পেয়েছেন তিনি।

Advertisement

ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট ২৭৬ ক্রিকেটারের। বৃহস্পতিবার নিলাম শেষে দল পেয়েছেন ৬৭ জন ক্রিকেটার। মোট ৪০ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। খানিকটা অপ্রত্যাশিতভাবেই অবিক্রীত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী, অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন তারকাকেও কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলি।

বৃহস্পতিবারের নিলামে মহাচমকের কেন্দ্রে ছিলেন দুই ভারতীয়-দীপ্তি শর্মা এবং শিখা পাণ্ডে। ৫০ লক্ষ টাকা বেস প্রাইসে দীপ্তি নাম লেখান নিলামে। ওই অঙ্কেই বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে কিনে ফেলে দিল্লি। সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভরা, সেসময়েই আরটিএম প্রয়োগ করে ইউপি। দীপ্তিকে ধরে রাখার জন্য ৩কোটি ২০ লক্ষ পর্যন্ত দর হাঁকে দিল্লি, আরটিএমের জোরে আবারও দীপ্তিকে কিনে ফেলে ইউপি। অন্যদিকে, প্রায় হারিয়ে যেতে বসা শিখার বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ টাকায় তিনি যোগ দেন ইউপি ওয়ারিয়র্সে।

বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রতীকা রাওয়াল দল পাননি প্রথমবার। তৃতীয়বার ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে ইউপি। তবে মেগা টুর্নামেন্টের প্রথম পর্বে হয়তো খেলতে পারবেন না প্রতীকা। এদিনের নিলামে ইতিহাস গড়লেন দীপ্তি। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের একমাত্র ক্রিকেটার হলেন দীপ্তি, যিনি পরপর দুই মেগানিলামেই আড়াই কোটির বেশি দর পেলেন। এদিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট ২৭৬ ক্রিকেটারের।
  • বৃহস্পতিবারের নিলামে মহাচমকের কেন্দ্রে ছিলেন দুই ভারতীয়-দীপ্তি শর্মা এবং শিখা পাণ্ডে।
  • বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রতীকা রাওয়াল দল পাননি প্রথমবার। তৃতীয়বার ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে ইউপি।
Advertisement